Purba Medinipur : এবার অনলাইনে মৎস্য চাষ সম্প্রসারণ, অভিনব উদ্যোগ নন্দীগ্রামে – online fisheries expansion innovative initiative in nandigram


West Bengal News : প্রতিনিয়ত মৎস্যজীবীদের পাশে থাকতে অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ ব্লক মৎস্যবিভাগ। মৎস্য চাষি, মৎস্য বিক্রেতা, মৎস্যজীবী সহ মৎস্য উদ্যোক্তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মে গ্রুপ বানানো হল। এবং একই সঙ্গে অনলাইনে হাতের মোবাইলে সরাসরি ভার্চুয়াল আলোচনা সভা প্রশিক্ষন শিবির করা হচ্ছে।

Bankura Chhatna BDO : অফিস চত্বর জুড়ে আম-আপেলের সম্ভার, কৃষকদের উন্নতিতে ছাতনার BDO-র অভিনব প্রয়াস
এতে প্রযুক্তি সম্প্রসারনের সঙ্গে সঙ্গে মৎস্য চাষে পেশাগত দিক খুঁজে পাচ্ছে তরুন ও যুবক সম্প্রদায়। কেন এই ডিজিটাল গ্রুপ আর কি এর প্রয়োজনীয়তা প্রশ্নের উত্তরে এই বিষয়ে নন্দীগ্রাম-১ ব্লকের মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন, “নন্দীগ্রাম-১ ব্লকের সমস্ত মৎস্যজীবি, মৎস্যচাষি, নব মৎস্য উদ্যোক্তাকে এই গ্রুপে যুক্ত করা হয়েছে। মৎস্য দফতরের ও সরকারি বিভিন্ন নির্দেশিকা ও মৎস্য চিংড়ি কাঁকড়া চাষ, আহরন, বিপনণ, প্রক্রিয়াকরণ, প্রকল্প সহ আধুনিক তথ্য দেওয়া এবং এই যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে মৎস্য চাষ সম্প্রসারণে দ্রুত ও কার্যকর ভাবে সকলের কাছে পৌঁছনো ও সর্বোপরি প্রশিক্ষণ ও আলোচনাসভা বিষয়ক তথ্য দেওয়ার জন্য এই গ্রুপ তৈরি হয়েছে।”

সাউদখালি গ্রামের মাছ চাষি প্রনব কুমার দাস, আমগেছিয়া গ্রামের সৈয়দ বদরুদোজ্জা, কাঞ্চননগর গ্রামের তরুন মাছ চাষি আশিষ মান্না প্রমুখরা জানান, “এই ভাবে অনলাইনে খুব সহজে বাড়িতে, মাছের খামারে বসেই মাছ চাষ বিষয়ে আলোচনা শুনছি। একই সঙ্গে অন্যান্য মাছ চাষিদের সঙ্গেও পরিচিতি বাড়ছে।”

North Dinajpur News : চিকিৎসকদের হাতের লেখা বুঝতে অসুবিধা? রায়গঞ্জ হাসপাতালে চালু হল অভিনব ব্যবস্থা
একই ভাবে কান্ডপশরা গ্রামের মাছ চাষি স্বরদিন্দু মাইতি বলেন, “এই অনলাইন আলোচনায় আমি বিশেষ করে খুবই উপকৃত হচ্ছি, অজানা তথ্য জানতে পারছি। সবাই মাছ চাষের বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে জানতে পারছেন।”

নন্দীগ্রাম-১ নম্বর ব্লকে মাছ চাষিদের একেবারে কাছে পৌঁছে যাওয়া ও অন্যান্য চাষিদের সঙ্গে মেলবন্ধনের মাধ্যমে মৎস্য সম্প্রসারনের এই উদ্যোগে খুশি সকলে।পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তিরানী মাইতি বলেন, “ব্লক মৎস্য বিভাগ বেশ সাজিয়ে গুছিয়ে মাছ চাষ চাষিদের নিয়ে মৎস্যক্ষেত্রের উন্নয়নে প্রয়াসী, এর জন্য ব্লক মৎস্য আধিকারিককে ধন্যবাদ জানাই।”

Dakshin 24 Pargana : বাংলা থেকে চোরাই পালক মন কাড়ছে রাশিয়ান মাছের
গতবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, রাজ্যের সমস্ত মৎস্যজীবীকে পরিচয়পত্র দেওয়া হবে। তার জেরে আগামী দিনে নানান ধরনের সুযোগ সুবিধা পাবেন তাঁরা। সেই কারণে কিছুদিন আগে করা হয়েছিল পরিচয়পত্র বণ্টনও। তাতে ছিল QR Code। আর এবার সোশাল মিডিয়াকে ধরে এক অভিনব উদ্যোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *