South 24 Parganas News : শিশুর রহস্যমৃত্যু বারুইপুরের গ্রামীণ হাসপাতালে, গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের – chaos in jainagar block hospital for allegedly unnatural child death


একটি শিশুর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার ছড়াল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এক নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে। শিশু মৃত্যুর ঘটনা জানতে পেরে উত্তেজিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বেশ কিছুক্ষণ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে জয়নগর থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে পুলিশ আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

South 24 Parganas News : ‘বাবা অসুস্থ বলে কাজের জন্য গিয়েছিল…’, ছেলের মৃত্যুতে আর্তনাদ মায়ের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুর থানার অন্তর্গত সীতাকুন্ডুর বাসিন্দা নুরবানু সরদার প্রসব যন্ত্রণা নিয়ে তিন তারিখে পদ্মার হাট গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। চার তারিখে ওই মহিলা শিশু সন্তানের জন্ম দেন। জন্মের পর থেকে শিশুর শারীরিক সমস্যা দেখা দেন। আজ সকালে শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

Dakshin 24 Pargana : বাংলা থেকে চোরাই পালক মন কাড়ছে রাশিয়ান মাছের
পরিবারের অভিযোগ, গতকাল রাতে শিশুর শারীরিক সমস্যা দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক ও নার্স এর কাছে জানালেও সঠিক পরিষেবা পাওয়া যায় নি। সেই কারণে শিশুর মৃত্যু হয়েছে। সকাল থেকে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে।
এ বিষয়ে ব্লক মেডিকেল অফিসার বলেন, “আমাদের হাসপাতালে একটি সদ্যোজাত শিশুর মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তার সঠিক তদন্ত না করা পর্যন্ত বলা সম্ভব নয়।” তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে একটি ভ্যাকসিন দেওয়া হয়। সে ভ্যাকসিন নেওয়ার পর জ্বর আসে। বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের জন্মানোর পর একটি ভ্যাকসিন দেওয়া হয়। তার জন্যেই অনেক শিশুর জ্বর আসে। তবে ঠিক কী কারণে শিশুটির মৃত্যু হল তা স্পষ্ট নয়।

Panihati Danda Mahotsav : পানিহাটির দণ্ড উৎসবে ভক্তদের ঢল, জানুন ঐতিহ্যবাহী অনুষ্ঠানের ইতিহাস
শিশুটির মা বলেন, “বাচ্চাটি ওজনে একটু কম হয়েছে বলে আমার মনে হয়েছিল। আমি একাধিকবার চিকিৎসকদের জিজ্ঞাসা করেছিলাম। তাঁরা খালি বলেছিল, ওজনে কম হয়েছে কিনা সেটা রিপোর্ট দেখে পাওয়া যাবে। আমাদের আগে বললে আমরা অন্য হাসপাতালে নিয়ে চলে যেতাম।” বাচ্চাটির সুস্থতার ব্যাপারে চিকিৎসকরা সেরকম সহযোগিতা করেননি বলে পরিবারের তরফে অভিযোগ।

Saokat Molla : ‘চার পয়সার নকুলদানা, ওই চানাচুরকে নাকি আমাদের কিনতে হচ্ছে!’

তবে ঠিক কী কারণে বাচ্চাটির মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। দুধ খাওয়ানোর সময় শ্বাসনালীতে দুধ আটকে গিয়ে এমন ঘটনাও ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন অনেকে। তবে পুরো বিষয়টি নজর দিয়ে দেখা হচ্ছে কী কারণে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালে অশান্তির জেরে কিছুক্ষণের জন্য চিকিৎসা পরিষেবা ব্যহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *