South 24 Parganas News : ৪ দিনেও মেলেনি খোঁজ, রেল দুর্ঘটনায় হারিয়ে যাওয়া ২ যুবকের অপেক্ষায় পরিবার – family worried for their son missing from coromandel express accident


বাড়ি থেকে রওনা দিয়েছিলেন রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করতে। দুটি জেনারেল টিকিট কেটে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনে ওঠেন। এরপরেই সেই বীভৎস ঘটনা। ঘটনার পর থেকেই সোনারপুরের দুই যুবকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। দুই যুবকের নাম অক্ষয় মিস্ত্রি ও দীপঙ্কর মণ্ডল। তিনদিন হয়ে গেলেও তাঁদের কোনও খোঁজ না মেলায় হতাশ পরিবারের সদস্যরা।

South 24 Parganas News : শিশুর রহস্যমৃত্যু বারুইপুরের গ্রামীণ হাসপাতালে, গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের
পাশাপাশি, ট্রেন দুর্ঘটনার চারদিন পরেও এখনও পর্যন্ত কোনও হদিশ না মেলায় ক্ষোভ সোনারপুরের দুই যুবকের পরিবারের। বাড়ির গয়না বন্ধক দিয়ে, এলাকার মানুষের থেকে আর্থিক সাহায্য নিয়ে দুই পরিবারের সদস্য দুর্ঘটনাস্থলে গিয়ে বাড়ির ছেলের খোঁজ করছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও হদিশ পাওয়া যায়নি।

North 24 Parganas CPIM News : মঙ্গলবার বারাসতে CPIM-এর সভা হচ্ছেই, আদালতের নির্দেশে উচ্ছ্বসিত বাম কর্মী-সমর্থকরা
সোনারপুর দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র আজ এই দুই পরিবারের সঙ্গে দেখা করতে যান। বিধায়কের সামনে কখনও কান্নায় কখনও ক্ষোভে ফেটে পড়েন তারা। তাঁদের বক্তব্য, সরকারের আর্থিক সাহায্য তাদের প্রয়োজন নেই। দরকার বাড়ির ছেলের খোঁজ। যে কোনওভাবেই হোক জীবিত বা মৃত তাঁদের ছেলের খোঁজ এনে দেওয়া হোক।

Odisha Train Accident : ১০০ দিনের কাজ মেলেনি, অন্ন-বস্ত্রের সংস্থানে বেরিয়ে &amp#39;করমণ্ডল বিপর্যয়&amp#39;-এ গেল প্রাণ
প্রাথমিকভাবে দুই পরিবারের থেকে জানা গিয়েছে রাজমিস্ত্রীর কাজে সাহায্যের জন্য তাঁরা রওনা দিয়েছিলেন। যেই ঠিকাদার তাঁদের নিয়ে যাচ্ছিল তিনি তাদের জন্য জেনারেল টিকিট কেটে জেনারেল কামরায় তুলে দেন। দুজনেই জেনারেল কামরায় ছিল বলে জানা গিয়েছে।
বিধায়ক জানান, এই দুই পরিবারের পাশে তারা আছেন। প্রশাসনিকভাবে তারা খোঁজ খবর শুরু করেছেন বলে জানান তিনি। তবে বাংলা থেকে এত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে যাওয়া নিয়ে বিরোধীদের কটাক্ষ নিয়ে তার বক্তব্য এখন রাজনীতি করার সময় নয়।

Coromandel Express Accident News: ১০০দিনের কাজ হারিয়ে কেরালায়! ঘরে ফিরলো না ছেলে

পরিবারের তরফে জানান হয়, তাঁদের একাধিকবার ফোন করা হয়েছে। কিন্তু ফোন কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না। গত দুদিন ধরে বালেশ্বরের কাছে বহু জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। কিন্তু কোনও জায়গায় তাঁদের খোঁজ মেলেনি। এতেই উৎকণ্ঠায় রয়েছে পরিবার। যে কোনও ভাবে তাঁদের ছেলেদের খোঁজ দেওয়া হোক বলে আর্জি পরিবারের সদস্যদের।
গত শুক্রবার রাতে বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হয় করমণ্ডল এক্সপ্রেস। একটি মালগাড়ি সঙ্গে ধাক্কা লেগে বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়। পাশের লাইনে পড়ে বগি গুলি। সেই লাইনেও একটি ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হয়। আড়াইশো উপর লোকের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার সকালে পুনরায় ওডিশায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *