TMC Vs BJP : ভাঙড়ে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! উত্তপ্ত এলাকা – trinamool was accused of vandalizing bjp party office in bhangar


Dakshin 24 Pargana : রাজ্য রাজনীতিতে বরাবরই চর্চার কেন্দ্রে থাকে ভাঙড়। আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে ISF জয়লাভ করার পর থেকে তো প্রায় প্রতিদিনই শিরোনামে উঠে আসে এই এলাকা। এতদিন ভাঙড়ে শোনা যেত তৃণমূল ও ISF-এর দ্বন্দ্ব বা মারামারির ঘটনা। এবার সেই তালিকায় জুড়ে গেল BJP-ও। এবার ভাঙড়ে BJP-র পার্টি অফিস ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাট আউট ছিঁড়ে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।

TMC Conflict : সামনেই নব জোয়ার যাত্রা, তার আগেই পাণ্ডুয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। ঘটনার তদন্তে নেমেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর ভাঙড়ের বামনঘাটায় BJP-র পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে প্রায় ২৪ টি চেয়ার নিয়ে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি বামনঘাটা এলাকায় ষোলটি দেওয়াল লেখা ছিল BJP-র।

TMC Vs ISF : একটি রাস্তার দখলদারি ঘিরে তৃণমূল-ISF দ্বন্দ্ব, শোরগোল ভাঙড়ে
সেই দেওয়াল মুছে দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পার্টি অফিসের পাশে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাটাউট ছিঁড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পর দক্ষিণ ২৪ পরগনা জেলা BJP সভাপতি উত্তম কর ঘটনাস্থলে পৌঁছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন।

Birbhum TMC : বাম-কংগ্রেসের তরফে স্মারকলিপি জমা দেওয়াকে ঘিরে ধুন্ধুমার! মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
তিনি বলেন, “নোংরা রাজনীতি করছে তৃণমূল। ভেবেছে এই ধরনের হামলা করে BJP কে আটকে রাখা যাবে। কিন্তু আমি বলে দিতে চাই এসব করে BJP কে দমিয়ে রাখা যাবে না। ইচ্ছাকৃতভাবে আমার অফিসের ওপর এই হামলা চালানো হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলির ওপর আক্রমণ তৃণমূলের আমলে লাগামছাড়া হয়ে গিয়েছে”।

Arabul Islam : ‘পুলিশ যদি জমি কমিটির হয়ে দালালি করে…’, হুঁশিয়ারি আরাবুলের
এই বিরুদ্ধে গোটা জেলা জুড়ে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “ভাঙড়ে BJP বলে কিছু নেই। দু একটা যা বামনঘাটা এলাকায় আছে তাও আবার নিজেদের গোষ্ঠীকোন্দলে জর্জরিত।

সব খবর আমাদের কাছে আছে। যার কারণে এই ঘটনা ঘটতে পারে। তৃণমূল কংগ্রেস কখনও হিংসার রাজনীতি করে না। যদি করত তাহলে কেউ বিরোধী দলই করতে পারতেন না। এগুলি আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, বিরোধীরা এই ধরনের রাজনীতি করছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *