যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। ঘটনার তদন্তে নেমেছে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর ভাঙড়ের বামনঘাটায় BJP-র পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে প্রায় ২৪ টি চেয়ার নিয়ে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকি বামনঘাটা এলাকায় ষোলটি দেওয়াল লেখা ছিল BJP-র।
সেই দেওয়াল মুছে দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পার্টি অফিসের পাশে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাটাউট ছিঁড়ে দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার পর দক্ষিণ ২৪ পরগনা জেলা BJP সভাপতি উত্তম কর ঘটনাস্থলে পৌঁছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন।
তিনি বলেন, “নোংরা রাজনীতি করছে তৃণমূল। ভেবেছে এই ধরনের হামলা করে BJP কে আটকে রাখা যাবে। কিন্তু আমি বলে দিতে চাই এসব করে BJP কে দমিয়ে রাখা যাবে না। ইচ্ছাকৃতভাবে আমার অফিসের ওপর এই হামলা চালানো হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলির ওপর আক্রমণ তৃণমূলের আমলে লাগামছাড়া হয়ে গিয়েছে”।
এই বিরুদ্ধে গোটা জেলা জুড়ে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “ভাঙড়ে BJP বলে কিছু নেই। দু একটা যা বামনঘাটা এলাকায় আছে তাও আবার নিজেদের গোষ্ঠীকোন্দলে জর্জরিত।
সব খবর আমাদের কাছে আছে। যার কারণে এই ঘটনা ঘটতে পারে। তৃণমূল কংগ্রেস কখনও হিংসার রাজনীতি করে না। যদি করত তাহলে কেউ বিরোধী দলই করতে পারতেন না। এগুলি আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, বিরোধীরা এই ধরনের রাজনীতি করছে”।