Train Accident Death Toll : বাড়ল মৃতের সংখ্যা, করমণ্ডল বিপর্যয়ে প্রাণহানি বাংলায় ৮১ জনের – 81 passengers of west bengal died in coromandel express accident


বাড়ল এ রাজ্যের মৃতের সংখ্যা। বালেশ্বরের ভয়াবহ রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত পশ্চিমপক্ষের মোট ৮১ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। রবিবার রাতে এই পরিসংখ্যানের কথা জানান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার রাতে নিজের ফেসবুকে মুখ্যমন্ত্রী জানান, বাংলার মোট ৮১ জন বাসিন্দা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। প্রায় ২০৬ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৭৩ জন এখনও চিকিৎসাধীন। ৫৬ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই দুর্ঘটনায় এখনও ১৮২ জনের মৃতদেহ চিহ্নিত করা সম্ভব হয়নি। এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee Balasore Train Accident: বেঁচে ফিরেও যাঁরা ট্রমায় তাদের ১০ হাজার টাকা, পরের তিন মাসও অর্থ সাহায্য: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বালেশ্বরের কাছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার ক্লান্তিহীন প্রচেষ্টা চালাচ্ছে।”

মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। মৃতের পরিবার পিছু পাঁচ লাখ টাকা করে দেবে রাজ্য সরকার। গুরুতর আহতদে দেওয়া হবে এক লাখ টাকা। অল্প আহতদের জন্য ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য করবে নবান্ন। এ ছাড়াও মুখ্যমন্ত্রীর ঘোষণা, এই দুর্ঘটনার জেরে যারা মানসিকভাবে বিপর্যস্ত এবং ট্রমাটাইজড তাদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

Coromandel Express Accident : লাফিয়ে বাড়ছে মৃত্যু, বালেশ্বর রেল দুর্ঘটনার ভয়াবহ দৃশ্যে শিউরে উঠছে দেশ
এ ছাড়াও আগামী তিন মাসের জন্য দু’হাজার টাকা করে সাহায্য ঘোষণা করা হয়েছে এই পরিবারগুলির জন্য । সঙ্গে দেওয়া হবে চাল-ডাল এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর কিট।

রাজ্য সরকারের পক্ষ থেকে ট্রেন দুর্ঘটনায় জরুরি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ০৩৩-২২১৪৩৫২৬/২২৫৩৫১৮৫ নম্বরগুলি ২৪/৭ চালু থাকছে।

Coromondel Express Accident : বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনায় বাংলার কতজন বাসিন্দার মৃত্যু? জখম‌ই বা কত? মুখ খুলল রাজ্য সরকার

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খড়গপুর, সাঁতরাগাছি, হাওড়া, নবান্ন সহ বিভিন্ন স্থান থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। IAS অফিসারদের একটি দল ওডিশা থেকে বাংলায় আহতদের নিরাপদে ফিরিয়ে আনতে সক্রিয়ভাবে কাজ করছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্ঘটনার কারণ নিয়ে সন্দেহপ্রকাশ করেন। শনিবারই তিনি ছুটে গিয়েছিলেন বালেশ্বরে। সেখানে সরেজমিনে গোটা পরিস্থিতি ঘুরে দেখেন। একইসঙ্গে তিনি বলেন, “ডাল মে কুচ কালা হ্যায়। কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে, না হলে এত মারাত্মক দুর্ঘটনা কী ভাবে ঘটল।” তাঁর রেলমন্ত্রী থাকাকালীন চালু হওয়া অ্যান্টি কলিশন ডিভাসইস এ ক্ষেত্রে থাকলে এই দুর্ঘটনা এড়ানো যেত বলেই মনে করছেন তিনি।

Odisha Train Accident : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় কেঁপে উঠছে বাংলাদেশিরা, ‘এই ট্রেনেই তো ডাক্তার দেখাতে যাচ্ছিল…’
যদিও তাঁর দাবি মানতে নারাজ রেল মন্ত্রক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম পরিবর্তনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *