করোনার সময় নিজের জমানো ১০১০ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে তুলে দিয়েছিল উলুবেড়িয়ার বহিরার বাসিন্দা অনুসুয়া। কালীনগর উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী অনুসুয়া সাঁতরা। আর এবার পরিবেশকে বাঁচাতে নিজের জমানো ১৫০০ টাকা দিয়ে গাছ কিনল কালীনগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এই ছাত্রী।
সোমবার বিশ্ব পরিবেশ দিবসে জমানো টাকা দিয়ে নার্সারি থেকে ১০০ গাছের চারা কিনে বহিরা গ্রামে বিতরণ করল অনুসুয়া। এর পাশাপাশি পাখিদের জন্য কৃত্রিম বাসা বানিয়ে জলের ব্যবস্থাও করল অনুসুয়া। তার বার্তা, পরিবেশকে বাঁচানোর জন্য এইটুকু আমাদের প্রত্যেকেরই করা উচিত। সবাইকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসা উচিত। নাহলে আগামীর জন্য সুস্থ, স্বাভাবিক পৃথিবীকে রেখে নেওয়া যাবে না।
তার এই কাজে সাহায্য করেছে অনসুয়ার বাবা পরিবেশকর্মী দেবাশিস সাঁতরা। পরিবেশ দিবসে গাছ কিনে সকলের মধ্যে বিতরণ করতে পেরে খুশী অনুসুয়া। তার বক্তব্য, “পরিবশেকে বাঁচাতে জমানো টাকায় গাছ কিনে সেইসব গাছ লাগানোর পরিকল্পনা করি।”
সেইমত গাছ কিনে বিতরন করা হয়েছে। অন্যদিকে, মেয়ের এই কাজে খুশী অনুসুয়ার বাবা দেবাশিস সাঁতরা। তিনি জানান, “এর আগে করোনার সময় ও মেয়ে তার জমানো টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দিয়েছিল। এবার পরিবেশ দিবসে জমানো টাকায় গাছ কিনল।”
সারা পৃথিবী জুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর ৫ জুন দিনটি বিশ্বব্যাপী জনসচেতনতামূলক নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়। বিশ্বের আপামর জনগণকে পরিবেশ সম্পর্কে রক্ষণাবেক্ষণ বিষয়ে সচেতন করে তোলা হয় এই দিনে। সে কারণে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় বিশ্ব জুড়ে।
আজকের তারিখেই রাষ্ট্রসংঘের মানবিক পরিবেশ সম্মেলন শুরু হয়েছিল। এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন পর্যন্ত। আজকের দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালনের জন্য নির্দিষ্ট করা হয়। উল্লেখ্য, ২০২৩ সালে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের আয়োজক দেশ ছিল আফ্রিকার আইভরি কোস্ট ও ইউরোপের নেদারল্যান্ডস।