করমণ্ডল বিপর্যয়ের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই ফের বড়সড় দুর্ঘনার মুখে দক্ষিণ পূর্ব রেলের দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস। অল্পের জন্য বিপদ থেকে রক্ষা। চালকের তৎপরতায় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগতে লাগতেও শেষ মুহূর্তে রক্ষা দিল্লিমুখী ভুবনেশ্বর রাজধানীর।
ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সাঁওতালডি এলাকায়। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার মুখে লেভেল ক্রসিংয়ে একটি ট্রাক্টরের সঙ্গে সঙ্গে সরাসরি ধাক্কার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। লেভেল ক্রসিং পার হওয়ার সময় আচমকা খারাপ হয়ে যায় ট্রাক্টরটি। অনেক চেষ্টা সত্ত্বেও সেখানেই নট নড়ন চড়ন অবস্থা। সেই সময়ই ওই লাইন দিয়ে নির্ধারিত সময়ে বের হওয়ার কথা ছিল দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসের।
ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সাঁওতালডি এলাকায়। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার মুখে লেভেল ক্রসিংয়ে একটি ট্রাক্টরের সঙ্গে সঙ্গে সরাসরি ধাক্কার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। লেভেল ক্রসিং পার হওয়ার সময় আচমকা খারাপ হয়ে যায় ট্রাক্টরটি। অনেক চেষ্টা সত্ত্বেও সেখানেই নট নড়ন চড়ন অবস্থা। সেই সময়ই ওই লাইন দিয়ে নির্ধারিত সময়ে বের হওয়ার কথা ছিল দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসের।
ট্র্যাক্টরটি নড়ানোর আগেই দূর থেকে দেখা যায় তীব্র গতিতে ছুটে আসছে দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস। এত জোরে আসা ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হওয়া প্রায় ছিল অবশ্যম্ভাবী। শেষ মুহূর্তে ট্রেনের গতি কমিয়ে দুর্ঘটনা এড়ান চালক। নইলে শুক্রের ভয়াবহ করমণ্ডল বিপর্যয়ের মতোই ঘটত আরও একটি ঘটনা।
আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…