Awareness Mosquito : মশা তাড়াতে ধূপের চেয়েও উপকারী স্নান, বলছে পুরসভা – bathing is more effective than incense to repel mosquitoes according to research


এই সময়: শুধু ত্বকের সমস্যা নয়, মশার কামড় থেকে বাঁচতেও গরমে দিনে দু’তিন বার স্নান করা জরুরি। এমনটাই জানা গিয়েছে গবেষণায়। কলকাতা পুরসভা সূত্রে খবর, যে সব স্বাস্থ্যকর্মী ডেঙ্গি-ম্যালেরিয়ার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর কাজে বাড়ি-বাড়ি যান, তাঁদেরও এই বিষয়টি সাধারণ মানুষের সামনে তুলে ধরার কথা জানানো হয়েছে।

Awareness Mosquito Diseases : ‘কামড়াবো এখানে লাশ পড়বে শ্মশানে’, মশাবাহিত রোগের সচেতনতায় অভিনব দেওয়াল লিখন
পতঙ্গবিদরা জানাচ্ছেন, ঘামে থাকে ল্যাকটিক অ্যাসিড, অকটেনল, ফ্যাটি অ্যাসিড এবং ইউরিক অ্যাসিড। একসঙ্গে যা কার্বন ডাই-অক্সাইড ককটেল নামে পরিচিত। ২০ সেন্টিমিটার দূর থেকে মশা টের পায় ত্বকের গন্ধ। ল্যাকটিক অ্যাসিডের গন্ধই আসলে ঘামের গন্ধ। এই ল্যাকটিক অ্যাসিডই মশাকে আকৃষ্ট করে।

Weather Forecast : ফের ৪০ ডিগ্রি ছোঁবে তাপমাত্রার পারদ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে স্বস্তির বৃষ্টি?
ঘাম বেশি হলে মশা বেশি আকৃষ্ট হয়। সুগন্ধী ব্যবহার করলে আরও বিপদ। কারণ সুগন্ধী ব্যবহার এবং মদ্যপান করলে ঘামের সঙ্গে মিশে থাকা ইথাইল অ্যালকোহলের গন্ধ বেশি পছন্দ করে মশা। দিনে দু’তিন দফা স্নান করলে ত্বক থেকে এই সব গন্ধ কমে। তাই মশাও আকৃষ্ট কম হয়। এতে স্বাভাবিক ভাবেই ডেঙ্গি-ম্যালেরিয়ার আশঙ্কা অনেকটাই কম হয়।

Weather Update: আবহাওয়ার ‘মেজাজ গরম’-এ অতিষ্ঠ সাধারণ মানুষ, আজই ৪ জেলায় স্বস্তির বৃষ্টি!
গত বছর ৭,৫০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন কলকাতায়। ম্যালেরিয়ার রিপোর্ট পজি়টিভ এসেছিল ১৪,৫০০ জনের। সে কথা মাথায় রেখেই যে যে কারণে মশাবাহিত রোগের আশঙ্কা থাকে, তা নিয়ে বাড়তি সতর্কতা নিতে পুরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনের তরফে। সে কারণেই অপ্রচলিত বিষয়ে বাড়তি গুরুত্ব দিচ্ছে পুরসভা।

Kolkata Monsoon : ৪০ ছুঁই ছুঁই তাপমাত্রা! প্যাচপ্যাচে গরম থেকে মুক্তি দিয়ে কবে নামবে স্বস্তির বৃষ্টি?
কলকাতা পুরসভার মুখ্য পতঙ্গবিদ দেবাশিস বিশ্বাসের কথায়, “কাউকে খুব মশা কামড়ায়। কাউকে আবার তেমন একটা নয়। কেন এমন হয়, তা জানতে ডেঙ্গি, চিকুনগুনিয়া, জিকার বাহক মশা এডিস ইজিপ্টাইয়ের উপর বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণা চালিয়ে নিশ্চিত হয়েছেন, ত্বক থেকে নিঃসৃত এক ধরনের রাসায়নিকের গন্ধই এ ব্যাপারে নির্ণায়ক ভূমিকা নেয়। সঙ্গে মিশে থাকে শরীরের তাপ ও অন্যান্য গন্ধ। যাঁদের এগুলো বেশি, তাঁদেরই মশা বেশি কামড়ায়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *