Bankura Medical College : ঘুমে কাদা এক্স-রে কর্মী, হয়রানি রেল দুর্ঘটনায় আহত রোগীর! বিতর্ক বাঁকুড়া মেডিক্যালে – bankura medical college x-ray department workers sleeping video in time of odisha accident victim treatment goes viral


করমণ্ডল দুর্ঘটনায় আহত যাত্রী এসেছেন হাসপাতালে। এক্সরে করাতে সংশ্লিষ্ট বিভাগের কর্মীর কাছে গিয়েছেন রোগীর আত্মীয়। এদিকে, এক্সরে বিভাগের কর্মী তখন ঘুমে কাদা। ঘুম চোখেই কোনওরকমে কাজ করছেন। এরকমই একটি ভাইরাল ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। ঘটনায় বিতর্কের মুখে বাঁকুড়া মেডিক্যাল কলেজ। সংশ্লিষ্ট কর্মীকে শোকজ করা হয়েছে বলে খবর।

Odisha Train Accident : মিশুকে ছেলেটা আর নেই! সেনা কর্মী নিখিলের দেহ আসতেই কান্নার বাঁধ ভাঙল গ্রামে
সোশ্যাল মিডিয়ায় ভাইর‍াল ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল) ঘিরে প্রশ্নের মুখে বাঁকুড়া মেডিক্যাল কলেজ। ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীর এক্সরে করাতে গিয়ে ঘুম থেকে ওঠাতে হচ্ছে এক্সরে বিভাগের কর্মীকে। ঘুমন্ত অবস্থায় সেই কর্মী শুয়ে শুয়ে কাগজ নিচ্ছেন আহত যাত্রীর পরিবারের কাছ থেকে। সেই ভিডিয়ো এখন ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

Bankura Municipality : হরিনামের শোভাযাত্রা নিয়ে ব্যবসায়ী সমিতির সঙ্গে কাউন্সিলরের বিরোধ, হুলস্থুল বাঁকুড়া পুরসভা এলাকায়
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে বাঁকুড়া মেডিক্যাল কলেজের এক্স-রে বিভাগের কর্মীর নিদ্রায় মগ্ন। ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীর এক্স-রে করাতে গিয়ে এক্স-রে বিভাগের কর্মীকে ঘুম থেকে ডেকে তুলতে হচ্ছে। রীতিমতো হয়রানির শিকার আহত যাত্রীর লোকজন। ছবিতে দেখা যাচ্ছে, রোগীর আত্মীয়দের তরফ থেকে বার বার ডাকা হচ্ছে ওই এক্সরে বিভাগের কর্মীকে। এক্সরে কাগজ জমা নেওয়ার জন্য ও দ্রুত এক্সরে করানোর জন্য।
জানা গিয়েছে, ট্রেন দুর্ঘটনায় আহত এক যাত্রীর এক্সরে করানোর কাগজ নিয়ে গিয়েছিলেন যাত্রীর সঙ্গে থাকা এক আত্মীয়। এক্সরে বিভাগের কর্মীদের এমন আচরণ দেখে এমন ভিডিয়ো করেছেন তার আত্মীয়। যদিও বেশ কিছু পরে এক্সরে করে দেওয়া হয়।

Bankura News : তোলা চেয়ে আগ্নেয়াস্ত্র হাতে বালি খাদানে হুজ্জুতি! গ্রেফতার বিজেপি বিধায়কের আপ্ত সহায়ক
কিন্তু হাসপাতালের এমন গুরুত্বপূর্ণ বিভাগের একজন কর্মীর সজাগ থাকাটায় বাঞ্ছনীয়। যেখানে ট্রেন দুর্ঘটনায় ঘটনায় সব হাসপাতালে চরম ব্যস্ততা। এমনকি সমস্ত হাসপাতালে মেডিক্যাল কলেজকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়। আর তারপরেও এমন ঘুম নিয়ে এবং আচরণ নিয়ে প্রশ্নের মুখে বাঁকুড়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
বাঁকুড়া মেডিক্যাল কলেজ সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান, এই ডিজিট্যাল এক্সরে সেন্টারটি পিপি মডেলে চলে। দিবারাত্র পরিষেবা দেওয়ার কথা। তিনি বলেন, “সমস্ত বিভাগকে দুর্ঘটনা নিয়ে এলার্ট করেও দেওয়া হয়েছিল। তারপরেও কেন এটা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ছবি দেখে ওই কর্মীকে শোকজ করা হয়েছে।”

Coromandel Express Update: ছবির সঙ্গে মেলেনি ‘লাশের মুখ’! ‘নিখোঁজ’ ইন্দাসের জওয়ান!

অভিযুক্ত কর্মী স্বীকার করেছেন তাঁর সম্পর্কে অভিযোগের কথা। তবে তিনি সেদিন অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন। এমনকি অসুস্থ থাকার কথাও তিনি এক্সরে বিভাগ কর্তৃপক্ষকে জানিয়ে ছিলেন বলেও দাবি অভিযুক্তের। আহত যাত্রীর পরিবারের দাবি, শনিবার ভোর সাড়ে তিনটা নাগাদ এক্সরে বিভাগে গিয়ে এমন সমস্যা হয়েছিল। পরে অবশ্য এক্সরে হয়ে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *