Coromandel Express : ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি নিয়েই ফের গড়াল চাকা, ৫ দিন পর শালিমার থেকে যাত্রা করমণ্ডলের – coromandel express resumed journey from shalimar to chennai after 5 days of accident


বিভীষিকাময় স্মৃতি নিয়েই ফের গড়াল করমণ্ডল এক্সপ্রেসের চাকা। চারদিন আগে ঠিক ৩টে বেজে ২৯ মিনিটেই শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করেছিল চেন্নাই শালিমার করমণ্ডল এক্সপ্রেস। তবে সেই যাত্রাই জীবনের অন্তিম যাত্রায় পরিণত হয়েছে ২৮৮ জনের জন্য।

Coromandel Express : বিভীষিকার রেশ নিয়েই গড়াল করমণ্ডলের চাকা, বাহানাগা ঢুকতেই যাত্রীদের চোখে-মুখে আতঙ্ক
ভয়াবহ দুর্ঘটনা, অসংখ্য মানুষের প্রাণহানি, স্বজনহারাদের হাহাকারের স্মৃতি নিয়েই ফের একবার করমণ্ডল এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করল। বুধবার এই ট্রেনে যাত্রীর সংখ্যা ছিল বেশ কম। কামড়ায় বসা যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট।

Coromandal Express: দুর্ঘটনার অভিশাপ পিছনে ফেলে ট্র্যাকে ফিরছে করমণ্ডল, বুধে যাত্রা শুরু
দুর্ঘটনার ৫১ ঘণ্টার মাথায় বালেশ্বরের বাহানাগা স্টেশনে ধ্বংসস্তূপ সরিয়ে দিয়ে রেল পরিষেবা স্বাভাবিক করা হয়েছিল। গত ৫ জুন চেন্নাই থেকে ছাড়ে প্রথম শালিমারগামী করমণ্ডল এক্সপ্রেস। যা বুধবার সকালে এ রাজ্যে এসে পৌঁছয়। নির্বিঘ্নেই রাজ্যে পৌঁছেছেন এই ট্রেনের যাত্রীরা। এরপরই দুপুর ৩টে ২৫ মিনিট নাগাদ শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয় অপর ট্রেনটি।

রিফ্রেশ করতে থাকুন …



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *