Kolkata Job Fair 2023 : দেদার কর্মসংস্থান জব ফেয়ারে – about eleven hundred technical students get jobs within a few months through job fair


পার্থসারথি সেনগুপ্ত
জব ফেয়ারের মাধ্যমে মাস খানেকের মধ্যেই রাজ্যের নানা প্রান্ত থেকে কারিগরি শিক্ষাক্রমের প্রায় এগারোশো ছাত্রছাত্রী চাকরি পেলেন। রীতিমতো অভিজাত কোম্পানিতেই কর্মসস্থান হয়েছে তাঁদের। হালে বিভিন্ন জেলায় কারিগরি শিক্ষাদফতরের উদ্যোগে আয়োজিত হয়েছে চাকরির মেলা। তাতে চোখে পড়ার মতো সা়ডা মিলেছে।

Job in Kolkata: বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে একাধিক বিভাগে নিয়োগ, কোন পদে কত বেতন?
জব ফেয়ারে নিয়োগ সংস্থাগুলির প্রোফাইলও রীতিমতো আকর্ষণীয়। যেমন, অশোক লেল্যান্ড এক লপ্তে নিয়েছে ৩১ জন যুবককে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাঠক্রমের ছাত্র তাঁরা। অন্যদিকে, গ্লেন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের নিয়োগের আবেদন জমা পড়েছিল ৩১৫টি। বাছাই হয়েছেন ২২৭ জন।

এনএসকে’র ইন্টারভিউতে এসেছিলেন ১০৮ জন। চাকরি পেয়েছেন প্রায় ৮৮ শতাংশ অর্থাৎ ৯৫ জন। বিভিন্ন যন্ত্র ও ধাতব পরিকাঠামো নির্মাণে নামী সংস্থা কাপারোতে ১০১ জন চাকরি পেয়েছেন।

IB Recruitment 2023: ইন্টেলিজেন্স ব্যুরোতে চাকরি করবেন? বিপুল শূন্যপদে হবে নিয়োগ, জানুন বেতন সহ আবেদন তথ্য
এক কর্তার কথায়, “নিয়োগের যে ট্রেন্ড আমরা এক্ষেত্রে দেখছি, তাতে স্পষ্ট জব ফেয়ারে দুর্দান্ত সাড়া মিলেছে। প্রার্থীরা যত সংখ্যায় এসেছেন, তাঁদের সিংহভাগেরই চাকরি মিলেছে।” তৃণমূল কংগ্রেস সমর্থিত ভোকেশনাল এমপ্লয়িজ, ট্রেনারস অ্যান্ড স্টাফ- রাজ্য শাখার সভাপতি বিনিময় দাস বলেন, “নিয়োগের শিবিরগুলিতে সাড়া ভাল মিললেও, যোগাযোগের মাধ্যমে হিসাবে মাতৃভাষা ছাড়াও অন্য ভাষা বিশেষ করে ইংরাজিতে কথা বলার অপেক্ষাকৃত বেশি দক্ষতার প্রয়োজন। এজন্য আমাদের পাঠক্রমে আরও নয়া বিন্যাস প্রয়োজন।”

Doordarshan Recruitment 2023: দূরদর্শনে কাজের দারুণ সুযোগ! মাসিক ₹41 হাজার বেতন, রইল আবেদন তথ্য
সরকারি সূত্রের খবর, কর্মপ্রার্থীরা কোনও কোম্পানিতে চাকরিতে ঢোকার প্রথম মাস থেকেই বেতন পাবে ১৬ হাজার টাকার উপর। এর সঙ্গে রয়েছে পিএফ, ইএসআই ও বার্ষিক বোনাসের সুবিধা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *