Trending News: ফেসবুকের পথে অ্যাপ তৈরি করে কৃতিত্ব বঙ্গকন্যার, গবেষণার সুযোগ দিল আমেরিকার বিশ্ববিদ্যালয় – anjali barman got a chance to research in standford university after invent an app good news


সরকারি বাংলা মাধ্যমে পড়া কৃতী ছাত্রী অনন্য কীর্তি। অনবদ্য এক অ্যাপ তৈরি করে সরাসরি আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্ট্যান্ড ফোর্ড ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার ডাক পেলেন অঞ্জলি বর্মন। বিশ্বের মধ্যে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় তৃতীয় স্ট্যান্ড ফোর্ড ইউনিভার্সিটি। গোটা পৃথিবী থেকে আটজন পড়ুয়ায় মধ্যে প্রথম ভারতীয় মহিলা উদ্যোগপতি হিসেবে এই সম্মান অর্জন করেন মহিলা উদ্যোগপতি অঞ্জলি বর্মন। তিনি এবার এক্সিকিউটিভ এডুকেশনের জন্য আমন্ত্রণ পেয়েছে ক্যালিফোর্নিয়া স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটিতে।

Viral News: 60 বছরে এভারেস্ট জয়, প্রয়াত স্ত্রীর স্বপ্নপূরণে অসাধ্য সাধন এই ভারতীয় প্রবীণের

অঞ্জলি এমা চ্যাট নামের একটি বিশেষ অ্যাপ তৈরি করেছেন। এই অ্যাপ বিশ্বের উন্নত দেশ অস্ট্রেলিয়া, জার্মানি, ব্রাজিল সহ কয়েকটি দেশের বাসিন্দাদের জন্য উপযোগী হতে পারে বলে জানিয়েছেন তিনি। অঞ্জলির এই অ্যাপের সম্ভাবনা দেখেই স্ট্যান্ড ফোর্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাকে তিন বছর ধরে এক্সিকিউটিভ এডুকেশন, বিষয় নিয়ে গবেষণা করার সুযোগ করে দিয়েছে। জানা গিয়েছে, তিন বছরের এই পঠন-পাঠনের জন্য তার প্রায় তিন কোটি টাকার মত খরচ হবে, যার সম্পূর্ণটাই বহন করবে এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

Hijab Controversy : পড়ুয়াদের ‘হিজাব’ পরতে বাধ্য করার অভিযোগ! বিতর্ক মধ্যপ্রদেশের স্কুলে

কৃতী ছাত্রী অঞ্জলি রানীগঞ্জের গান্ধী মেমোরিয়াল গার্লস হাই স্কুলের বিজ্ঞান বিভাগের পড়ুয়া। একাদশ শ্রেণীতে পড়ার সময়ই অস্থি-এর সমস্যায় অসুস্থ হয়ে পড়েন, সেসময়ই বাড়িতে পড়ার পাশাপাশি বিভিন্ন সেলেব্রিটি উদ্যোগপতিদের জীবনী নিয়ে তিনি পড়াশুনা শুরু করেন। ভারতে অল্প সময়ে বিখ্যাত হয়ে ওঠা ভারতীয় রিতেশ আগারওয়াল ও তার সঙ্গেই মার্ক জুকেরবার্গ সহ বিভিন্ন উদ্যোগপতির জীবন বৃত্তান্ত। সেই জীবনী থেকে অনুপ্রেরণা পান অঞ্জলি। এরপরই তার মাথায় আসে অ্যাপ তৈরির বিষয়টি।

WB HS Result 2023 : অভাবকে সঙ্গী করেই উচ্চমাধ্যমিকে ৪৫০! বাবার মুখে হাসি ফোটানোই হাসিমার একমাত্র টার্গেট

এবিষয়ে অংকের শিক্ষক বাসুদেব গোস্বামী সেইসব বিষয় নিয়ে পড়ার জন্য ও গবেষণা করার বিশেষ ভাবে অনুপ্রাণিত করে অঞ্জলিকে। এরপরই ২০১৮ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর বিশেষ পঠন-পাঠনের জন্য ব্যাঙ্গালোরে গিয়ে পড়া শুরু করেন তিনি। সেখানে এক বছর ধরে বিভিন্ন বিষয়ে রিসার্চের পর এমা চ্যাট নামের একটি অ্যাপ তৈরি করে অঞ্জলি। যেখানে সে উন্নত সব দেশগুলির বিশাল সংখ্যক মানুষজনকে তার অ্যাপের মাধ্যমে যোগাযোগ করিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সহযোগিতা করে। এই বিষয়টি নিয়েই আগ্রহী হয় স্ট্যান্ড ফোর্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এরপরই বিশ্ববিদ্যালয়ের তরফে অঞ্জলিকে এক্সিকিউটিভ এডুকেশন বিষয়ক গবেষণার জন্য নিজেদের বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেয়।

Shyamnagar Incident: দাহর আগে নড়ে উঠল মৃতদেহ, খুলে গেল মুখ‌ও! শ্যামনগরের শ্মশানে হুলস্থুল

উল্লেখ্য, অঞ্জলির তৈরি এমা ইতিমধ্যেই যুগলদের মধ্যে সম্পর্কের একটি দারুণ সুন্দর সেতু তৈরি করেছে। বিশেষ করে প্রেমিক যুগল ও দম্পতিদের মধ্যে পেশাগত চাপের কারণে দূরত্ব তৈরি হয়েছে তা এই অ্যাপের মাধ্যমে দূর করা সম্ভব হয়েছে। প্রেমিকদের মধ্যে দূরত্ব ঘোচাতেই তৈরি এই অ্যাপ। ইতিমধ্যেই অ্যাপে প্রায় পাঁচ লাখ উপভোক্তা রয়েছে। ইতিমধ্যেই অ্যাপটিকে উন্নত করতে ৩০ জন কর্মীকে বড় অঙ্কের প্যাকেজ দিয়ে কাজ দিয়েছে অঞ্জলি। ভিসা আসার পর ২৭ জুন ক্যালিফোর্নিয়া যাচ্ছেন তিনি।

Hooghly News : জুতোয় চার্জ হবে মোবাইল! শ্রমিকের ছেলের দুর্দান্ত আবিষ্কার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *