জুলাইয়ে পঞ্চায়েত ভোট! রাজ্যে লাগু আদর্শ আচরণ বিধি, নবজোয়ার কি চলবে? EC reacts Abhishek Banerjees programme after declaration of Panchayet Election


সুতপা সেন: ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচি শেষ হয়নি এখনও। স্রেফ পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা নয়, আদর্শ আচরণবিধিও জারি হয়ে গেল রাজ্য়ে! তাহলে? প্রচারমূলক কর্মসূচি হওয়ার নবজোয়ার চালিয়ে যেতে কোনও বাধা নেই। কমিশন সূত্রে তেমনই খবর।

জল্পনা বাড়ছিল ক্রমশই। অবশেষে রাজ্যে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করা হল। কবে? ৮ জুলাই একদফাতেই  দার্জিলিং-কালিম্পংয়ে দ্বিস্তরীয় ও বাকি রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট, সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের সদ্যনিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণা ১১ জুলাই। শুধু তাই নয়, আজ বৃহস্পতিবার থেকে রাজ্যে আদর্শ আচরণবিধি লাঘু হওয়ার কথা জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার।

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘আগামী একমাস অপচয় করার মতো সময় আমার হাতে নেই’!

এদিকে পঞ্চায়েত ভোটে কাকে প্রার্থী চান? সাধারণ মানুষের মতামত জানতে  ‘জনসংযোগ যাত্রা’ করছেন অভিষেক। ২৫ এপ্রিল কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেছিলেন তিনি। আগামী ১৬ জুন এই কর্মসূচি শেষ হবে দক্ষিণ ২৪ পরগনায়। কাকদ্বীপে নবজোয়ারে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে, মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক জনসভায় অভিষেক বলেছিলেন,  ‘আমি আপনাদের বলছি, তৃণমূলের নবজোয়ার শেষ হবে, পঞ্চায়েত নির্বাচন হবে’। তাঁর সেই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *