Adivasi Bandh in West bengal : বন্ধ দোকান-বাজার, চলছে অবরোধ! কুড়মি বিরোধী বনধে ‘শুনশান’ একাধিক জেলা


কুড়মি আন্দোলন ঘিরে কয়েকদিন ধরে উত্তপ্ত রাজ্য। তপশিলি উপজাতির অন্তর্ভুক্তির দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছেন কুড়মিরা। এই আন্দোলনের সময়ই কুড়মিদের তপশিলি উপজাতি শ্রেণিতে অন্তর্ভুক্তির দাবির বিরোধিতা করে ১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিয়েছিল আদিবাসীদের ২২টি সংগঠন। আদিবাসী সংগঠনগুলির দাবি, কুড়মিরা এসটি তালিকার অন্তর্ভুক্ত হলে আদিবাসীদের বঞ্চিত হতে হবে।

Bangla Bandh : আদিবাসী সংগঠনের ডাকে শুরু বাংলা বনধ, ব্যাহত জনজীবন
বৃহস্পতিবার সকাল থেকেই আদিবাসীদের ডাকা বনধের জেরে কার্যত স্তব্ধ হয়ে গেল জঙ্গলমহলের জনজীবন। ঝাড়গ্রাম জেলার ১৬টি জায়গায় পথ অবরোধ করেছে আদিবাসী সমাজের মানুষজনেরা। রাজ্য সড়কের পাশাপাশি কলকাতা-মুম্বই ৬ নম্বর জাতীয় সড়কেও অবরোধ করা হয়েছে। ৬ নম্বর জাতীয় সড়কের ফেকোঘাট ও গজাশিমুলে অবরোধ করা হয়েছে । যার জেরে রাস্তার দুই পাশে সারি সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে দূরপাল্লার বহু পণ্যবাহী লরি সকাল থেকেই জেলা জুড়ে দোকানবাজার বন্ধ রয়েছে।

ঝাড়গ্রামে ২২টি আদিবাসী সংগঠনের ডাকা বনধে ব্যাপক প্রভাব পড়েছে। ঝাড়গ্রাম শহরের জুবলি মার্কেট, কোর্ট রোড, সবজি মার্কেট, মাছ মার্কেট এছাড়াও মেইন রোডের উপরের সমস্ত দোকান বন্ধ রয়েছে। কেবলমাত্র এলাকার ওষুধের দোকানগুলি খোলা রয়েছে। ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্র পাঁচ মাথার মোড়ে সকাল হলেই দূরপাল্লার বাসের লাইন লেগে থাকে। সেখানে এদিন সকালে একটি মাত্র সরকারি বাসের দেখা মিলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানেও কোনও বাস আর চোখে পড়েনি।

Bangla Bandh : ১২ ঘণ্টা বাংলা বনধের ডাক আদিবাসী সংগঠনের
ঝাড়গ্রাম শহর ঢোকার মুখে সারদাপীঠ মোড়ে ব্যারিগেট রেখে রাস্তা অবরোধ করছে আদিবাসীরা । বিনপুর ১ নম্বর ব্লকের দহিজুড়ি, লালগড়, রামগড়ে রাস্তা অবরুদ্ধ রয়েছে। বিনপুর ২ নম্বর ব্লকের শিলদা, বেলপাহাড়ি , চাকাডুবা এছাড়াও জামবনি ব্লকের বিভিন্ন রাস্তা অবরুদ্ধ রয়েছে। অপরদিকে সাঁকরাইল, গোপীবল্লভপুরেও অবরোধ চলছে আদিবাসীদের।

অন্যদিকে আদিবাসীদের ডাকা বনধে প্রভাব পড়েছে দুর্গাপুরেও। দুর্গাপুরের গলফ নগর মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসী সংগঠনের আন্দোলনকারীরা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহাকুমার ক্ষীরপাই ও দাসপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকাতেও অবরোধ করা হয় বনধ সমর্থকারীদের তরফে।

Kurmi Protest : ‘রাজ্য সরকারকে কোনওভাবেই সমর্থন নয়…’, ঝাড়গ্রামে ভরা সভা থেকে বার্তা কুড়মিদের
পুরুলিয়ার বিভিন্ন এলাকাতেও আদিবাদীদের ডাকা বনধের প্রভাব পড়েছে। সেখানেও বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে দোকান বাজার। ‘ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশানস অব ওয়েস্ট বেঙ্গল’-র ডাকা ১২ ঘন্টা বাংলা বনধে বাঁকু়ড়াতে প্রভাব পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বাঁকুড়া শহর সংলগ্ন হেভির মোড়ে প্ল্যাকার্ড হাতে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়েন সংগঠনের সদস্যরা। একই সঙ্গে তাদের দাবির সমর্থনে চলে স্লোগান। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে কালচিনি ব্লকের হ‍্যমিল্টণগঞ্জে বনধের সমর্থনে পথে নামে মাঝি পরগনা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *