Cattle Smuggling Case : শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বারবার হাজিরা এড়ানো! এবারে বিদ্যুৎ বরণের বাড়িতে CBI – cbi at bidyut baran gayen house for investigating cow smuggling case


Birbhum News : বেশ কয়েকবার জারি করা হয়েছিল নোটিশ। কিন্তু বারবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়াচ্ছিলেন বিদ্যুৎ বরণ গায়েন। তাই এবার কোনও সুযোগ না দিয়ে শেষ পর্যন্ত তাঁর বারিতেই গিয়ে হাজির হল CBI। বৃহস্পতিবার সকালে CBI-এর দুজন আধিকারিক শান্তিনিকেতন রতন কুটি থেকে বেরিয়ে তাঁর বাড়ির দিকে রওনা দেন।

দুই আধিকারিক বিদ্যুৎ বরণ গায়েনের বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন, এমনই সূত্রের খবর। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের কোম্পানির সঙ্গে ডিরেক্টর হিসেবে যুক্ত ছিলেন বিদ্যুৎ বরণ গায়েন, গোরু পাচার তদন্তে নেমে এমনটাই জানতে পারেন CBI আধিকারিকেরা।

Anubrata Mondal Daughter: তিহাড়েই ঠাঁই না মুক্তি? অনুব্রত-কন্যার জামিন মামলার রায়দান বৃহস্পতিতেই
সূত্র মারফত জানা যাচ্ছে যে, বিদ্যুৎ বরণ গায়েনকে বেশ কয়েকবার নোটিশ ইস্যু করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বারবার সেই হাজিরা এড়িয়ে যান বিদ্যুৎ বরণ গায়েন। তাই এবার কোনও সুযোগ না দিয়ে কমর বেঁধে নামল CBI।

গোরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই CBI-এর হাতে গ্রেফতার হয়েছেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা। তবে তাঁদের গ্রেফতার হওয়ার পরেও থেমে নেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিদ্যুৎ বরণের বাড়িতে CBI হানা দিয়েছে আগেও। এই বিদ্যুৎ বরণ গায়েন বোলপুর পুরসভায় একজন অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। ২০১১ সালের পর সেখানে তিনি স্থায়ী চাকরি পান।

Anubrata Mondal : ভালো নেই অনুব্রত, তিহাড় জেলে কেষ্টর সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন ২ তৃণমূল সাংসদ
তৃণমূল সরকারের আসার পর এই বিদ্যুৎ বরণ গায়েনের প্রভাব প্রতিপত্তি বাড়তে শুরু করে। বিভিন্ন সময় তাঁকে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা গিয়েছে। অনুব্রত গ্রেফতার হওয়ার পর যে সমস্ত সংস্থার হদিশ পাওয়া গিয়েছে সেই সকল সংস্থার প্রথম ডিরেক্টর হিসাবে নাম রয়েছে সুকন্যা মণ্ডলের।

উল্লেখযোগ্য, এই সকল সংস্থার দ্বিতীয় ডিরেক্টরের নাম হিসেবে রয়েছে পুরসভার এই কর্মী বিদ্যুৎবরণ গায়েনের। পাশাপাশি প্রচুর সম্পত্তি রয়েছে তাঁর নামে বলেও জানা যাচ্ছে সূত্র মারফত। একজন সাধারণ পুরসভার কর্মী হয়ে কীভাবে এত প্রতিপত্তির মালিক হলেন বিদ্যুৎ বরণ গায়েন তা নিয়েই প্রশ্ন উঠছে।

Sukanya Mondal News : বিফলে অনুব্রতর প্রার্থনা! সুকন্যার জামিনের আবেদন খারিজ, থাকতে হবে তিহাড়েই
আর সেই কারণেই তাঁকে বারবার জিজ্ঞাসাবাদ করতে চাইছিল CBI। কিন্তু সুকৌশলে তিনি এড়িয়ে যাচ্ছিলেন হাজিরা। এর আগে ২০২২ সালের আগস্ট মাসে বিদ্যুৎ বরণের বাড়িতে হানা দেয় CBI। এরপর আজকের এই হানা। আজকের এই হঠাৎ হানার পর গোরু পাচার মামলার তদন্ত আর কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার অপেক্ষায় সকলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *