দিঘা সহ পূর্ব মেদিনীপুরের আবহাওয়া
গত সপ্তাহ থেকে লাগাতার দাবদাহ চলছে পূর্ব মেদিনীপুরে। দিঘার সমু্দ্রপারেও মনোরম আবহাওয়া উধাও। বেলা বাড়তেই আগুন ঝরাচ্ছে সূর্য। রোদের তাপে যেন গায়ে ফোসকা পড়ছে। তাই গরমের দাপটে দিঘায় পর্যটক সংখ্যা কম হলেও পর্যটক শূন্য নয়। কিন্তু জ্বালা পোড়া রোদ থেকে বাঁচতে সকাল সকাল সমুদ্রের পাড়ে উপছে পড়ছে ভিড়। বেলা ১১টা বাজার আগে সমুদ্রে জলকেলি শেষ করে হোটেলের এসি ঘরের ভিতর সেঁধিয়ে পড়ছে দিঘাপ্রেমীরা।
তবে রাজ্যের বাকি অংশে যেখানে তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই সেখানে দিঘার তাপমাত্রা সামান্য হলেও কম। বৃহস্পতিবার দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুরের বাকি অংশেই তাপমাত্রা রয়েছে এমনই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন-চারদিন গরমে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অংশ ও দিঘায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যা সপ্তাহান্তে পর্যটকদের জন্য ভালো খবর।
পশ্চিম মেদিনীপুরের আবহাওয়া
গরমে হাসফাঁস অবস্থা পশ্চিম মেদিনীপুরেরও। সকাল থেকেই রোদের দাপট ও আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে দমবন্ধকর গরম। বেলা বাড়লে রাস্তায় থাকা দায়। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন-চারদিন অর্থাৎ আগামী সপ্তাহের শুরুর আগে পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে। একইসঙ্গে জেলায় শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
হাঁসফাঁস করা গরমে নাজেহাল পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর জেলাবাসীর। বেলা গড়াতেই পাল্লা দিয়ে বেড়েছে রোদের দাপট। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিন আকাশ মেঘলা হলেও পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । ফলে এখনই যে অস্বস্তি কমছে না তা বলাই বাহুল্য। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৫ ডিগ্রি। আগামী কয়েকদিনও তাপমাত্রা এরকমই থাকবে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এদিনই মৌসুমী বায়ু কেরালায় প্রবেশ করেছে।আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে।