Howrah News : ওয়েল্ডিং মেশিন থেকে তার খুলতে গিয়েই বিপত্তি! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের – shocking death of a young man due to electrocution while doing welding work in factory in howrah


West Bengal News : কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। হাওড়া জেলার জগৎবল্লভপুরের পাতিহাল এলাকায় সারদা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামক লোহার গ্রিল তৈরির একটি কারখানায় আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ কাজ করছিলেন নস্করপুরের বাসিন্দা কর্ণজিৎ সামন্ত (২৬)। কারখানা বন্ধের সময় ওয়েল্ডিং মেশিন থেকে কেবল তার খুলতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। তাড়াতাড়ি তাঁকে ওই কারখানার মালিক কার্তিক জানা এবং সহকারী কর্মচারী রাহুল মাইতি উদ্ধার করে জগৎবল্লভপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান।

Durgapur Road Accident : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লড়ি চালকের মৃত্যু, মর্মান্তিক দুর্ঘটনা পাণ্ডবেশ্বরে
অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে জগতবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ওই যুবককে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় কারখানার মালিক কার্তিক জানা শোকস্তব্ধ হয়ে গিয়েছেন। তিনি বলেন, “ওই যুবক আমার কাছে প্রায় ৮ বছর ধরে কাজ করছেন।

Jalpaiguri Weather : স্বস্তির ঝড়-বৃষ্টিই ডেকে আনল বিপদ! ময়নাগুড়িতে মাঠে কাজে গিয়ে বাজ পড়ে মৃত কৃষক
ওকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসতাম। আজ তাঁকে বললাম আর কাজ করতে হবে না। কারখানা বন্ধ করে দেব। এর পরেই সে ওয়েল্ডিংয়ের তার খুলতে যায়। ঠিক তখনই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তৎক্ষণাৎ আমরা তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে পারলাম না”।

Siliguri News : ওয়াটার পার্কে দুর্ঘটনায় যুবকের মৃত্যু, কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে একমাত্র ছেলের অকাল মৃত্যুতে। তাঁর পরিবারের সদস্য থেকে শুরু করে সহকারী কর্মচারী রাহুল মাইতি কিছুতেই মানতে পারছেন না এই মর্মান্তিক পরিণতি। সহকারী কর্মচারী রাহুল মাইতি বলেন, “আগে কোনোদিন এরকম হয়নি।

Heat Stroke : তীব্র দাবদাহে অস্বাভাবিক মৃত্যু বৃদ্ধার, সান স্ট্রোকের অনুমান চিকিৎসকদের
আজকেই প্রথম হল, আর সব শেষ। মানতে পারছি না কিছুতেই”। ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকমাস আগেই আসানসোলের জামুরিয়ায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপরে নির্মীয়মান একটি ওভারব্রিজে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন পাপ্পু বাগদি নামে এক শ্রমিক।

সেখানে কাজ করতে গিয়ে মৃত্যু হয় তাঁর। কাজ করার সময় ওভারব্রিজের উপরে আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন পাপ্পু। সঙ্গে সঙ্গেই ঢলে পড়েন তিনি। সঙ্গীরা বুঝতে পারে তাঁকে হাইড্রা মেশিনের সাহায্যে নীচে নামিয়ে আনেন। এরপরই তাঁকে নিয়ে যাওয়া হয় রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *