Mimi Chakraborty : মিমির সামনে হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ, সাধারণের অভিযোগ শুনলেন সাংসদ – mimi chakraborty listen to locals demand about nalmuri hospital facilities


পর্যাপ্ত চিকিৎসক না থাকা, পানীয় জল, হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রসঙ্গে সাংসদ মিমি চক্রবর্তী সামনে অভিযোগ সাধারণ মানুষের। সম্প্রতি ভাঙড়ের নলমুড়ি ব্লক হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান নিযুক্ত হন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী।

বুধবার তিনি রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিতে হাসপাতালে যান। চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বার নলমুড়ি হাসপাতালে যান তিনি।

এদিন তাঁর সামনে হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়দের একাংশ। একজন অবশ্য বলেন, “আগে এখানে কিছু ছিল না। এখন হয়েছে।” মিমি ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভাঙড় ১ বিডিও ও দীপ্যমান মজুমদার, ব্লক স্বাস্থ্য আধিকারিক মিলন মহান, ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য কাইজার আহমেদ, স্থানীয় পঞ্চায়েত প্রধান শামসুল আলম সহ অন্যান্যরা।

Kalna Sub Divisional Super Speciality Hospital : শৌচালয় নাকি বস্ত্রালয়! কালনা হাসপাতালের দৃশ্য দেখে ক্ষোভ ফেটে পড়লেন সাংসদ
বৈঠকের পর সাংসদ যখন বাইরে বেরিয়ে আসেন সেই সময় স্থানীয় বাসিন্দারা মিমি চক্রবর্তীর সামনে রোগী পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দেন। মিমি চক্রবর্তী গাড়িতে ওঠার আগে সাধারণ মানুষের উদ্দেশে হাত নাড়তেই সুরজ মোল্লা নামে এক স্থানীয় বাসিন্দা জানান, তিনি তাঁকে হাসপাতালের সমস্যা প্রসঙ্গে জানাতে চান।

North Dinajpur News : চিকিৎসকদের হাতের লেখা বুঝতে অসুবিধা? রায়গঞ্জ হাসপাতালে চালু হল অভিনব ব্যবস্থা
এরপরই মিমি চক্রবর্তী গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের কাছে যান এবং তাঁদের সমস্ত অভিযোগ শোনেন। স্থানীয় বাসিন্দারা সাংসদকে জানান, হাসপাতালে পানীয় জলের সমস্যা রয়েছে। এরপরেই পাশাপাশি হাসপাতাল চত্বর নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না এবং বাতিস্তম্ভেও ঠিকমতো আলো জলে না করা হয় এই অভিযোগও। একইসঙ্গে রোগী রেফারের বিষয়টিও মিমির নজরে নিয়ে আসা হয়।

এরপরেই এই যাবতীয় অভিযোগগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন সাংসদ। পাশাপাশি নিয়মিত হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশও দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিমি চক্রবর্তী জানান, কিছু সমস্যা আছে। সাধারণ মানুষ যাতে উন্নত পরিষেবা পান সেই জন্য সমস্ত চেষ্টা করা হচ্ছে।

Siliguri District Hospital : রোগীদের জন্য বিশেষ পোশাক, নার্সিং হোমের পথে হাঁটছে সরকারি হাসপাতাল
তিনি আরও বলেন, “হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার নিরিখে রাজ্যের মধ্যে আমরা দ্বিতীয় স্থানে আছি। আমাদের লক্ষ্য শীর্ষে পৌঁছন। রোগীদের জন্য জলের পরিষেবা, তাঁদের আত্মীয়দের জন্য শেড, ইসিজি মেশিনের জন্য টাকা নির্দিষ্ট করা হয়েছে। খুব শীঘ্রই এই পরিষেবাগুলি পাওয়া সম্ভব হবে বলে মনে করছি।”

Mimi Chakraborty : সাংসদ, অভিনেত্রী… মিমি নিলেন আরও দায়িত্ব

অপারেশন থিয়েটারে এসি মেশিন বসানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান সাংসদ। এদিন ১০ জন টিবি রোগীর দত্তক নেন মিমি চক্রবর্তী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *