Prevent Child Marriage : বাল্যবিবাহ রুখতে অভিনব উদ্যোগ, নিজস্ব পোর্টাল চালু জেলা প্রশাসনের – south dinajpur district administration launched portal for prevent child marriage


West Bengal News : জেলা বেড়ে চলা বাল্যবিবাহ রুখতে এই প্রথম নিজস্ব পোর্টাল চালু করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। ‘প্রত্যয়ী’ নামক এই পোর্টালের মাধ্যমে কন্যাশ্রী বালিকাদের সব তথ্য রাখা হবে। কোন নাবালিকার বিয়ে বা যে কোনও সমস্যা হলেই ওই পোর্টালের মাধ্যমে প্রশাসনকে জানাতে পারবেন সাধারণ মানুষ। এর ফলে এক ছাতার তলায় পুরো বিষয়টি আসবে।

জেলার সব প্রশাসনের নজরে থাকবে পুরো বিষয়টি। কোথাও বাল্য বিবাহ হচ্ছে এমন খবর পেলে দ্রুত তা বন্ধ করতে পারা যাবে৷ পুলিশ প্রশাসন ও চাইল্ড লাইন সমন্বয় রেখেই বাল্য বিবাহ রুখতে কাজ করবে বলে।

Balurghat News : গ্রামে আবর্জনা সংগ্রহ করবে ই-কার্ট! পঞ্চায়েতের বিশেষ উদ্যোগে খুশি এলাকাবাসী
বুধবার দুপুরে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের ওই প্রত্যয়ী পোর্টালের শুভ উদ্বোধন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে সহ অন্যান্য আধিকারিক ও জেলার কন্যাশ্রী কন্যারা। মূলত, দক্ষিণ দিনাজপুর জেলা সীমান্ত ঘেঁষা জেলা। এই জেলায় কর্মসংস্থান না থাকার কারণে বাল্যবিবাহের প্রবণতা বেশি রয়েছে।

প্রত্যেক বছর বাল্য বিবাহের সংখ্যা বাড়ছে। ১৮ বছর বয়সের আগেই নাবালিকা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। গ্রামীণ এলাকাতে এই বিয়ের প্রবণতা সবথেকে বেশি। যার ফলে বিয়ের মরশুমে চাইল্ড লাইন ও প্রশাসনকে বাল্যবিবাহ রুখতে চাপের মধ্যে থাকতে হয়। এর মাঝেও গোপনে নাবালিকাদের বিয়ে দেওয়া হয়।

Ganga Pollution : লক্ষ্য গঙ্গা দূষণ প্রতিরোধ, সচেতনতায় অভিনব প্রচার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের
যা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। তাই এবারে এই ‘প্রত্যয়ী’ পোর্টালের মাধ্যমে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। গত কয়েক মাস ধরে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে প্রত্যেকটি নাবালিকার তথ্য ওই পোর্টালে সমৃদ্ধ করে রাখা হয়েছে। এই পোর্টালে জেলার ৫৫ হাজার ছাত্রীর তথ্য রয়েছে।

এখন থেকে বাল্যবিবাহ রুখতে ওই পোর্টাল বিশেষভাবে সহযোগিতা করবে। এর মাধ্যমে বাল্যবিবাহের প্রবণতাও কম হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করেছে বাল্যবিবাহ রুখতে।

Alipurduar Flood Situation: বন্যা নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা, জুনের শুরুতেই কন্ট্রোল রুম চালু করল আলিপুরদুয়ার সেচ দফতর
এই বিষয়ে জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, “আগের তুলনায় এখন মেয়েরা অনেক সচেতন। নাবালিকারাই বিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। তবুও যেহেতু এই জেলা বাল্যবিবাহ প্রবণ জেলা হিসেবে চিহ্নিত রয়েছে, তাই বেশ কিছু ঘটনা এখনও সামনে আসছে। আমরা তাই বাড়ি বাড়ি পৌঁছে তথ্য সংগ্রহ করে এবং আরও বেশি বেশি করে সচেতনতা প্রচার চালাব। এই এই পোর্টালের মাধ্যমে যেমন এখন থেকে মানুষ এখানে অভিযোগ জানাতে পারবে, তেমনি সমস্ত কন্যাশ্রীদের তথ্য এখান থেকেই মিলবে। বাল্যবিবাহ রোধে এই পোর্টাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *