Siliguri News : খেলার ছলে বিষাক্ত ফল খেয়ে বিপত্তি, গুরুতর অসুস্থ ২০ শিশু – twenty children are seriously ill after eating poisonous fruit in siliguri


West Bengal News : খেলতে গিয়ে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ২০ জন শিশু। এই গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে। জানা গিয়েছে, বুধবার বিকেলে নকশালবাড়ির বড় মনিরাম জোতে মাঠে খেলতে যায় এলাকার শিশুরা। খেলতে খেলতে গাছের ফল মনে করে অজান্তেই বিষাক্ত ফল খেয়ে ফেলে বেশ কয়েকজন।

পরে বাড়ি ফেরার পর সন্ধ্যা থেকে বমি হয় তাঁদের। সেই সঙ্গে অসুস্থ হয়ে পড়ে শিশুরা। রাতে অসুস্থ অবস্থায় নকশাবাড়ি হাসপাতালে ২০ জনকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মনিরাম গ্ৰাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ।

South 24 Parganas News : শিশুর রহস্যমৃত্যু বারুইপুরের গ্রামীণ হাসপাতালে, গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ পরিবারের
তবে প্রাথমিক চিকিৎসা পর সকলেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে। চিকিৎসকের সঙ্গে কথা হলে চিকিৎসা চলছে বলে প্রধান জানান। পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষ বলেন, “এলাকার বেশ কিছু শিশুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাই। সেটা শুনে আমি হাসপাতালে আসি। এসে জানতে পারি যে বিষাক্ত কোনও কিছু খাওয়ার ফলে এই কাণ্ড হয়েছে। তবে ডাক্তার বলেছেন, সবাই এই মুহূর্তে সুস্থ রয়েছে। বাচ্চা বলেই ভুলবশত খেয়ে ফেলেছে।”

অসুস্থ এক শিশুর মা বলেন, “এই বাচ্চাদের দল প্রত্যেকদিনই ওই মাঠে খেলতে যায়। কোনোদিন এরকম কিছু ঘটেনি। এই প্রথম এরকম হল। যখন জিজ্ঞেস করলাম কিছু খেয়েছে কিনা, তখন বলে ফল জাতীয় কিছু খেয়েছে। মাঠে পড়ে ছিল। কিন্তু সেটি কি জিনিস, তা কেউই বলতে পারেনি। পরে হাসপাতালের ডাক্তারবাবু বলেন বিষাক্ত কোনও কিছু খেয়ে ফেলেছে বাচ্চারা।”

Malda Medical College & Hospital : শিশুর গলায় ঢুকে গিয়েছিল কানের দুল, আনা হল মালদা মেডিক্যালে! তারপর…
জানা গিয়েছে, বাচ্চারা একটু সুস্থ হলে ওই জায়গায় তাঁদের নিয়ে গিয়ে ওই বিষাক্ত ফল সংগ্রহ করবেন গ্রামবাসীরা। তারপর তা হাসপাতালে দেওয়া হবে পরীক্ষার জন্য। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষাক্ত ফল খেয়ে পেটে বিষক্রিয়ার কারণেই প্রত্যেকের পেটে ব্যথা আর বমি হয়েছে।

প্রত্যেকের অবস্থাই বর্তমানে স্থিতিশীল। উল্লেখ্য, গত বছরের শেষের দিকে একই ঘটনা ঘটেছিল বাঁকুড়া জেলায়। বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৮ জন শিশু। বিকেলে স্কুল থেকে ফিরে বাচ্চারা মাঠে খেলতে যায়।

Paschim Medinipur : অন্নপ্রাশন বাড়ির খাবার খেয়ে অসুস্থ প্রায় ৮০, হু হু বাড়ছে রোগীর সংখ্যা
খেলার সময় ভ্যারেন্ডা নামক ফল কুড়িয়ে সেই ফলের বীচ বের করে বাদাম ভেবে খেয়ে ফেলে শিশুরা। সন্ধ্যায় গ্রামের বেশ কয়েকজন শিশু বমি, পায়খানা ও পেট ব্যাথার উপসর্গ শুরু হলে শিশুদের নিয়ে যাওয়া হয় প্রথমে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে। তারপর হাসপাতালে ভর্তি করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *