SSC Scam : একাদশ-দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলা: OMR কারচুপির ধরন কী? বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের – calcutta high court justice biswajit basu seeks omr sheet report in ssc scam case


নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এবার এরই মধ্যে বৃহস্পতিবার একাদশ-দ্বাদশ -এর ওএমআর সংক্রান্ত কারচুপি-তে বিস্তারিত রিপোর্ট তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। ২৮ জুনের মধ্যে পেশ করতে হবে রিপোর্ট, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি।

এর আগে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছিলেন, “দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না।” প্রাথমিক নিয়োগ দুর্নীতির পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণির OMR-এর ক্ষেত্রেও কারচুপির অভিযোগ ওঠেছে।

Calcutta High Court : ১০ বছরের লড়াই, আমনার ইন্টারভিউ নেওয়ার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
এবার এই সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার উল্লেখযোগ্য মন্তব্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেন, “৯০৭ ওএমআর কারচুপি’র ধরণ কী? এই ওএমআর প্রকাশিত করা যায়নি কেন?” তাঁর আরও সংযোজন, “এই OMR প্রকাশিত করা গেলে কবে যাবে, তা বিস্তারিত জানাতে হবে SSC-কে।” একইসঙ্গে CBI-কে ৯০৭ OMR কারচুপির তদন্তে অগ্রগতির রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে ২৮ জুনের মধ্যে।

Partha Chatterjee Arpita Mukherjee : পার্থর প্রবল প্রতিপত্তি এড়ানো সম্ভব ছিল না অর্পিতার, দাবি আইনজীবীর
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একাধিক তথ্য উঠে এসেছে। এর আগে SSC নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ED-র হাতে গ্রেফতার হন তিনি। অন্যদিকে, অভিনেত্রী তথা মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা।

এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছিল গোটা রাজ্যজুড়ে। পার্থ চট্টোপাধ্যায় অবশ্য এরপর একাধিকবার দাবি করেছেন, দুর্নীতির সঙ্গে কোনওভাবেই তিনি যুক্ত নন। এই টাকা পয়সার বিষয়েও তিনি কিছু জানেন না।

ED Director : কলকাতায় হঠাৎ ED অধিকর্তা! প্রভাবশালীদের জন্য ‘অশনি সংকেত’? তুঙ্গে চর্চা
অন্যদিকে, অর্পিতার পালটা দাবি ছিল, এই বিপুল অর্থ আদতে তাঁর নয়। তাঁর আইনজীবী আদালতে সরাসরি অভিযোগ তুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের দিকে। এই গোটা বিষয়টি বিচারাধীন।

Viral OMR Sheet: ওএমআর শিট ভাইরাল! মিডিয়ার সামনে সাহসী শিক্ষিকা!

পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়ে দিন দিন সুর চড়াচ্ছেন বিরোধীরা। BJP নেতাদের একাংশের কথায়, “রাজ্য়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেদার দুর্নীতি হয়েছে। শুধু প্রাথমিক স্কুল বা হাই স্কুল নয়, পুর নিয়োগ দুর্নীতিতেও তদন্ত শুরু করেছে রাজ্য। দীর্ঘদিন ধরে নিয়োগ নেই। স্বচ্ছভাবে শূণ্যপদগুলিতে নিয়োগের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে বিজেপি। কিন্তু, বর্তমান সরকার তাতে কর্ণপাত করছে না।”

Recruitment Scam: ‘মিথ্যে কথা বলছে ইডি…’, সুজয়কৃষ্ণের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন কুন্তল
অন্যদিকে, তৃণমূল নেতাদের কথায়, “এজেন্সি রাজনীতি করছে বিরোধীরা। BJP সরকার এজেন্সির মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করছে। এতে আমরা কোনওভাবেই দমে যাব না। লড়াইয়ের ময়দান ছাড়ার প্রশ্নই ওঠে না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *