West Bengal Panchayat Election 2023 : পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণা! জলপাইগুড়িতে দেওয়াল লিখন শুরু সিপিএমের – cpim started writing on the wall at jalpaiguri for west bengal panchayat election


নির্বাচন ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু। পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই ভোটের ময়দানে নেমে পড়ল বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে আগামী ৮ই জুলাই বাংলার পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করা হল। ঘোষণা হতেই জলপাইগুড়ি জেলায় পঞ্চায়েতে দেখা গেল সিপিএম কর্মীদের দেওয়াল লিখন শুরু করে দিতে।

Jalpaiguri News : পানীয় জলে সমস্যায় ভুটান সীমান্তে অবরোধ চা শ্রমিকদের, দুর্ভোগে দুই দেশের যাত্রীরা
বৃহস্পতিবার বিকেলে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেন। দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই তৎপরতা লক্ষ্য করা গেল বিরোধী দল সিপিএমের মধ্যে। এখনও দলীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা করা না হলেও দেওয়াল লিখন শুরু করলেন সিপিএম নেতৃত্ব।
বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিএমের তরফ থেকে দলীয় সমর্থনে দেওয়াল লিখন করা হয়। সিপিএম নেতৃত্ব জানিয়েছেন, এই পঞ্চায়েত নির্বাচনের জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন। এই কারণেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়া পরক্ষণেই দলের তরফ থেকে প্রচার শুরু করে দেওয়া হলো।

Jalpaiguri Toto : টোটো চালানোর দাবিতে পুরসভা অভিযান, উত্তপ্ত জলপাইগুড়ি
যদিও এখনও পর্যন্ত দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তা প্রচারে এক কদম এগিয়ে থাকতে এবং আগামী দিনে প্রচারে এতটুকু খামতি রাখতে চাইছেন না সিপিএম নেতৃত্ব। স্থানীয় সিপিএম নেতারা জানিয়েছেন, বিভিন্ন সরকারি ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বেকারত্ব এই সব কিছুর প্রভাব পড়বে এবার পঞ্চায়েত নির্বাচনে।
তৃণমূল বা বিজেপি নয় এই বাংলা একমাত্র ভরসা করতে পারে সিপিআইএমের ওপর সেটার প্রমাণ মিলবে আগামী পঞ্চায়েত নির্বাচনে। এই কারণে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সময় থেকেই প্রচারের কাজ শুরু করা হলো। পরবর্তীতে দলীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে সেই সময় প্রচারের ঝড় আরো কয়েকগুণ বাড়ানো হবে।

Binnaguri Army Camp : আগুনের গোলার ঝাঁপ থেকে বুকে বরফ ভাঙা! জলপাইগুড়িতে তাক লাগানো প্রদর্শনী সেনার
প্রসঙ্গত, এদিন পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। দার্জিলিং ও কালিম্পং জেলায় দ্বি-স্তর এবং বাকি জেলাগুলোতে ত্রি স্তরীয় নির্বাচন সংগঠিত হবে আগামী ৮ জুলাই। বৃহস্পতিবার থেকেই রাজ্যে নির্বাচনী আচরণ বিধি চালু করে দেওয়া হচ্ছে। যদিও এক দফায় ভোট হওয়া নিয়ে ইতিমধ্যে চূড়ান্ত বিরোধিতা করেছে বিজেপি।

Mamata Banerjee: ‘দিদিকে বলো’ অতীত! পঞ্চায়েতের মুখে মমতার মাস্টারস্ট্রোক!

কমিশন জানিয়েছে, আগামী ৯ জুন থেকে মনোনয়ন জমা শুরু করা হবে। আগামী ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বলে ধার্য করা হচ্ছে। আগামী ১৭ জুন স্ক্রুটিনির শেষ দিন বলে জানানো হয়েছে। মনোনয়ন প্রত্যাহার করার জন্য আগামী ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। আগামী ১১ জুলাই ভোট গণনা হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *