West Bengal State Election Commission May Declare Panchayat Election Today – জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই পঞ্চায়েত ভোট? আজই ঘোষণার সম্ভাবনা


বুধবার রাজ্য ইলেকশন কমিশনের নয়া কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার রাজীব সিনহা। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব দায়িত্ব নেওয়ার পরই তৎপর রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর দায়িত্ব নেওয়ার পরই আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন রাজীব। তারপরই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে জল অনেকটা গড়াল।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, একমাসের মধ্যে রাজ্যে পঞ্চায়েত ভোট করানো নিয়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে। কোনও দিন ভোট করানো সম্ভব নিয়েও শুরু হয়েছে আলোচনা। আজই সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে।

Panchayat Election 2023 : ভোটে চুক্তিভিত্তিক কর্মচারীদের ব্যবহার বৈধ? শুনানিতে কমিশনের অবস্থান জানতে চাইল হাইকোর্ট
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দিন নির্ধারণের পাশাপাশি ক’দফায় পঞ্চায়েত নির্বাচন হবে সেই নিয়েও আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন একদফায় ভোট করাতে বেশি আগ্রহী। পঞ্চায়েত ভোটের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিরোধীরা। রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে নয়া নির্বাচন কমিশনের আলোচনা হয়েছে বলেই খবর সূত্রের।

Rajiv Sinha : রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা, নবান্নর প্রস্তাবে সায় রাজভবনের
সৌরভ দাস অবসর নেওয়ার পর রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নাম রাজভবনে পাঠিয়েছিল রাজ্য রাজ্য সরকার। কিন্তু বেশ কিছু ধরেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের দফতরে রাজীবের নাম পড়়েছিল। কেন রাজীবকে নির্বাচন কমিশনার নিয়োগ করতে চাইছে রাজ্য, তার ব্যখ্যাও চাওয়া হয়। শেষমেশ বুধবারই রাজীবের নামে গ্রিন সিগন্যাল দেন রাজ্যপাল বোস। তারপরই নির্বাচন কমিশনার পদে দায়িত্ব নেন প্রাক্তন মুখ্যসচিব।

কবে পঞ্চায়েত নির্বাচন হবে, বেশ কিছুদিন ধরেই এই নিয়ে ধোঁয়াশা ছিল। নির্বাচন কমিশনের তরফেও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এপ্রিল শেষদিকে দু’মাসের নবজোয়ার যাত্রা ঘোষণা করেন অভিষেক। বিরোধীদের অভিযোগ ছিল, অভিষেকের নবজোয়ার শেষের আগে ভোট ঘোষণার কোনও সম্ভাবনা নেই।

JP Nadda in Tripura: নজরে লোকসভা নির্বাচন! চলতি মাসেই ত্রিপুরায় BJP-র সর্বভারতীয় সভাপতি
এরপরই মুর্শিদাবাদ থেকে পঞ্চায়েতের দিনক্ষণ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিষেক। তৃণমূল নেতা জানান নবজোয়ার শেষ হলেই হবে পঞ্চায়েতন নির্বাচন। অভিষেক বলেন, ‘বিজেপি সহ বিরোধীদের যোগ্য জবাব দিতে হবে। নবজোয়ার কর্মসূচি শেষ হবে। পঞ্চায়েত নির্বাচন হবে।’ আজ নির্বাচন কমিশনে জুলাইয়ে ভোট ঘোষণা করলে অভিষেকের ‘ভবিষ্যদ্বাণী’ মিলে যাবে। এমনটাই মত রাজনৈতিক মহলের। এদিনের সাংবাদিক বৈঠকে কমিশন কী জানায় সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *