খাস কলকাতায় এবার বজ্রাঘাতে মৃত্যু ২ মহিলার! Two women die due to lightening in Kolkata


মৈত্রেয়ী ভট্টাচার্য: বৃষ্টি হলেই বজ্রপাত, মৃত্যু! হাসপাতালে নিয়ে গিয়ে শেষরক্ষা হল না। প্রাণ গেল ২ জনের। আহত আরও ২। এবার খাস কলকাতায়। ঘটনাস্থল, ইএম বাইপাস লাগোয়া ধাপা।

অস্বস্তিকর গরম থেকে মুক্তি অবশেষে। নামল তাপমাত্রার পারদ। এদিন বিকেলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বর্ষা প্রবেশ করতে পারে উত্তরবঙ্গে! পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, বিকেলে যখন বৃষ্টি হচ্ছিল, তখনই ধাপার মাঠে ময়লা তুলে গিয়েছিলেন ৪ জন। বজ্রাঘাতে গুরুতর হন তাঁরা। ২ জনকে নিয়ে যাওয়া হয় কলকাতার এনআরএস হাসপাতালে। তাঁদের মৃত বলে ঘোষণা চিকিৎসকরা।

এর আগে, বাঁকুড়ায় তৃণমূলের সভায় যোগ দিতে এসে বজ্রাঘাতে মৃত্যু হয় ১ জনের। আহত হন কমপক্ষে ৫০ জন! কীভাবে? তখনও সভা শুরু হয়নি। বৃষ্টি নামে বাঁকুড়ার ইন্দাস থানার আশিনপুরে। দলের সভার যোগ দিতে এসেছিলেন বহু তৃণমূলকর্মী-সমর্থকরা। বৃষ্টির নামতেই তাঁরা যে যার মতো আশ্রয় নেন। সভাস্থলেই কাছে বটগাছের তলায় চলে যান অনেকেই। আর সেই গাছেই বাজ পড়ে! নিচে যাঁরা দাঁড়িয়ে ছিলেন, তাঁরা সকলেই মাটিতে লুটিয়ে পড়েন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *