Adhir Ranjan Chowdhury : নির্বাচন ঘোষণা হতেই আদালতে অধীর! পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি


বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। ভোট ঘোষণার পরই আদালতের দ্বারস্থ হতে চলেছে প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীররঞ্জন চৌধুরী। ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি নিয়েই কলকাতা হাইকোর্টের দরজায় বহরমপুরের কংগ্রেস সাংসদ।

জানা গিয়েছে, আদালতের কাছে করা আবেদন কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করার পাশাপাশি অনলাইনে মনোনয়নপত্র পেশের দাবিও জানিয়েছেন এই কংগ্রেস নেতা। পঞ্চায়েত ভোটে বিডিও বা মহকুমা শাসকের কাছে মনোনয়ন পেশের ক্ষেত্রে কোনও সমস্যা হলে রাজ্য নির্বাচন কমিশন ও জেলা আদালতের বিচারকের কাছে তা জমার বন্দোবস্ত করার আবেদনও জানানো হয়েছে।

WB Panchayat Election Date : রাজ্যে ৮ জুলাই একদফাতে পঞ্চায়েত ভোট, ঘোষণা কমিশনের
অধীর চৌধুরীর হয়ে আদালতে মামলা দায়েরের অনুমতি চাইবেন আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের অনুমতি চাওয়া হবে বলেই জানা গিয়েছে। কংগ্রেস সূত্রে খবর, এবারের পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠ ভাবে হয় সেই কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেতা।

Suvendu Adhikari Panchayat Election : ‘বাংলায় গণতন্ত্রের হত্যা…’, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সরব শুভেন্দু
অন্যদিকে ভোট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর আদলতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির তরফেও মামলার আবেদন জানানো হয়েছে। প্রধান বিচারপতির এজলাসে আজই মামলা শোনার আর্জি দুই দলের। মনোনয়নের সময় বাড়ানোর আর্জিও জানানো হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ভোট গণনা একসঙ্গে করার আবেদন। গণনার দিন গণনাকেন্দ্রের এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারির আবেদনও জানানো হবে। আজ বারোটায় শুনানি।

বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের উপর আস্থা প্রকাশ করেন নব নিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা। বিরোধী দলগুলির আপত্তি এখানেই। বিজেপি, কংগ্রেস, সিপিএমের মতো বিরোধী রাজনৈতিক দলের দাবি, বাংলায় কেন্দ্রীয় বাহিনী ছাড়া সুষ্ঠ পঞ্চায়েত নির্বাচনের কোনও পরিবেশ নেই। আদালতে আর কোনও রাজনৈতিক নেতা দ্বারস্থ হন কি না সেটাই এখন দেখার।

বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে সাংবাদিক বৈঠক করেন কমিশনার রাজীব সিনহা। তিনি জানিয়েছেন, আজ থেকে ১৫ জুন অবধি জমা দেওয়া যাবে মনোনয়ন। ১৭ জুন অবধি চলবে মনোনয়নপত্রের স্ক্রুটিনি। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। বিরোধীদের অভিযোগে, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমার জন্য মাত্র ৬ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়সীমা যথেষ্ট নয় বলে জানিয়েছেন বিরোধীরা।

West Bengal Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনেও কি কেন্দ্রীয় বাহিনী? জবাব দিল কমিশন
আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন। গোটা রাজ্যের পাশাপশি দার্জিলিং ও কালিম্পঙেও এবার পঞ্চায়েত নির্বাচন হবে বলেই জানিয়েছে কমিশন। ১১ জুলাই পঞ্চায়েতের ভোট গনণা। কোন ধরনের বাহিনী ভোটে ব্যবহার করা হবে, তা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেই জানানো হবে বলেই জানিয়েছেন নির্বাচন কমিশনার। আদালত এখন অধীরের মামলা গ্রহণ করে কি না এবং কী রায় দেয়, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *