Coromandel Express Accident: পাতার শিরা-উপশিরায় ‘করমণ্ডল বিপর্যয়’, ফুটে উঠল শিল্পীর কাঁচির ছোঁয়ায় – artist shankar bagchi crafted coromandel express train accident on a leaf good news


২ জুন, শতাব্দীর ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। একসঙ্গে তিন ট্রেনের দুর্ঘটনা। ক্ষতিগ্রস্থ শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ও যশবন্তপুর হাওড়া হামসফর এক্সপ্রেস। দুর্ঘটনায় শয়ে শয়ে মানুষের মৃত্যু। মৃতের সংখ্যা পৌঁছায় ২৮৮-তে। আহত হাজারেরও বেশি। নিখোঁজের তালিকাও নেহাত কম নয়। এই দুর্ঘটনায় অকালেই প্রিয় মানুষকে হারিয়েছেন। দুর্ঘটনায় নিহত ট্রেন যাত্রীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাছের পাতার উপরে ভয়ংকর ট্রেন দুর্ঘটনার মুহূর্তের ছবি ফুটিয়ে তুললেন এক শিল্পী। তিনি উত্তর ২৪ পরগনা জেলার হাবরা টুনি ঘাটা এলাকার শিক্ষক শঙ্কর বাগচী।

Odisha Coromandel Express Accident: ৫১ ঘণ্টা ঠাঁয় দাঁড়িয়ে উদ্ধারকাজ তদারকি! করমণ্ডলকাণ্ডে রেলমন্ত্রীর প্রশংসায় বিরোধীরা

পেশাগত কারণে বীরভূমের বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক হওয়ায় কর্মসূত্রে বাইরেই থাকতে হয়। ২০০৫ সাল থেকে শিক্ষকতার পেশায় নিযুক্ত শঙ্কর বাবু। শিল্পমনস্ক এই শিক্ষকের নানা হাতের কাজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলের বেশ পরিচিত। স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়েও শিক্ষক শঙ্কর বাগচীর নানা উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে মানুষের। তার হাতের ছোঁয়ায় পাতার উপরে ফুটে উঠেছে নানা মনীষী, সচিন তেণ্ডুলকর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় পরিবেশ দূষণ রোধে, জল অপচয় বন্ধ সহ নানা সামাজিক বার্তাও। তবে শিক্ষক শঙ্কর বাগচীর হাতের তৈরি লিফ কার্ভিং এর করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার যে ছবি তিনি ফুটিয়ে তুলেছেন তিনি, তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পাচ্ছে।

Odisha Train Accident Survivor: ‘চারিদিকে আর্তনাদ-কান্না-রক্ত, সত্যিই বেঁচে আছি না মরে গিয়েছি!’ বীভৎস দুর্ঘটনার বর্ণনা করমণ্ডলের সাফাই কর্মীর

পেশায় শিক্ষক হলেও তিনি তাঁর শিল্পকলার মধ্যে লিফ কার্ভিংয়ের এই কাজ শুরু করেছিলেন করোনা মহামারি ছড়িয়ে পড়ার সময় ২০২০ সাল থেকে। ধীরে ধীরে ধৈর্য ধরে চলে পাতার উপর নকশা ফুটিয়ে তোলার কাজ। অসীম ধৈর্যের সঙ্গে নিখুঁতভাবে পাতা কেটে তার উপর এই ধরনের প্রতিকৃতি তৈরি করেন তিনি। এই সুক্ষ্ম কাজ করার জন্য তাঁকে দীর্ঘ সময় দিতে হয় এই শিল্পকলার পিছনে বলেই জানালেন শিল্পী। দুর্ঘটনার ছবি নাড়িয়ে দিয়েছে সকলকে, ঘটনার কথা জেনে ভারাক্রান্ত মনেই নিহত যাত্রীদের শ্রদ্ধা জানিয়ে শিল্পীর এই কাজ এখন সোশ্যাল মিডিয়ার ওয়ালে ওয়ালে ঘুরছে।

Coromandel Express: ‘প্যাসেঞ্জারের সেফটির সঙ্গে আমরা কমপ্রোমাইজ করি না’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *