CPIM Tmc Clash : CPIM-কে মনোনয়নে বাধা! বাইক বাহিনীর তাণ্ডবে ধুন্ধুমার, রণক্ষেত্র রানিনগর – clash between cpim and trinamool congress workers at west bengal panchayat election nomination centre in murshidabad


পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মনোনয়নের প্রথম দিনেই উত্তেজনা মুর্শিদাবাদ জেলার রানিনগরে। সিপিএম কর্মীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ। স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। শুক্রবার দুপুরে মনোনয়ন জমাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় রানিনগরে। তৃণমূলের বাইক বাহিনীর দাপটে সিপিএম কর্মীরা পালিয়ে বাঁচেন বলে অভিযোগ। সিপিএম কর্মীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটর বাইক।

TMC Clash : বাইকের সামনে পটকা ফাটানো ঘিরে বচসা গড়াল হাতাহাতিতে! ডোমকলে TMC-র গোষ্ঠীদ্বন্দ্বে জখম ৬
অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। রানিনগরে গত কয়েক মাস ধরেই শাসক শিবিরের সঙ্গে বাম শিবিরের রেষারেষি চলছিল। বেশ কয়েক দফায় ভাঙচুর মারধর বোমাবাজির অভিযোগ উঠেছে ইতিমধ্যে। তৃণমূল-সিপিএমের সংঘর্ষে আতঙ্কিত সাধারণ মানুষও।
শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই চরম উত্তেজনা ছড়ায়। সিপিএম সমর্থকরা র‍্যালি করে মনোনয়ন জমা দিতে এলে তৃণমূলের বাইক বাহিনী এসে তাণ্ডব শুরু করে বলে অভিযোগ। দুপক্ষের ধ্বস্তাধস্তিতে চরম উত্তেজনা ছড়ায়।

Murshidabad Accident : মর্মান্তিক! মুর্শিদাবাদে পৃথক দুটি পথ দুর্ঘটনায় দুই মহিলা সহ মৃত ৪
সিপিএম সমর্থকদের বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। রানিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। ঘটনায় দু’জন জখম হয়েছে বলে খবর। তাদের গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরেই পুলিশি টহলদারি শুরু হয় এলাকায়। পরিস্থিতি সামলাতে পুলিশকে কড়া ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়। উল্লেখ্য, এর আগেও রানিনগরে সিপিএম, তৃণমূল সংঘর্ষে জড়িয়ে পড়ে একাধিকবার। গত ফেব্রুয়ারি মাসে মুর্শিদাবাদের রানিনগর থানার চর রাজাপুর গ্রাম পঞ্চায়েতের ভাটুপাড়া এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Drug Trafficking : মাদক পাচারের ছক বানচাল! ফরাক্কা পুলিশের জালে হেরোইন সহ ধৃত ৩
অভিযোগ, সিপিএম কর্মীরা দলীয় চাঁদা সংগ্রহ করছিল বাড়ি বাড়ি গিয়ে। সেই সময় স্থানীয় দুই তৃণমূল কর্মী বাধা প্রদান করে বলে অভিযোগ। রানিনগরের সিপিএম পার্টি অফিস ভাঙচুর করা হয় এবং সিপিএম নেতা হাফিজুল ইসলামকে মারধর করে বলে অভিযোগ। ঘটনাস্থলে যায় রানিনগর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় পরে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Dilip Ghosh : ‘বিজেপি অনেক দূর এগিয়ে গিয়েছে’, মন্তব্য দিলীপের

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা করেন। আগামী ৮ জুলাই গোটা রাজ্যে এক দফায় ভোট গ্রহণ হবে বলে জানানো হয়। আগামী ১১ জুলাই ভোটের ফলাফল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকেই রাজ্যের সর্বত্র মনোনয়ন সংক্রান্ত কাজকর্ম শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *