DA Latest News : নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবি, কমিশনে ডেপুটেশন জমা DA আন্দোলনকারীদের – da protesters of sangrami joutha mancha demands central forces in panchayat election


এবার পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার DA আন্দোলনকারীরা রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে একটি স্মারকলিপি জমা দেন। যেখানে তাঁরা আট দফা আবেদন পেশ করেন।

প্রথমেই যে বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে তা হল ভোটে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার। DA আন্দোলনকারীদের কথায়, “শিক্ষক এবং কর্মচারিদের নিরাপত্তার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে সশস্ত্র বাহিনীর প্রয়োজন। তা না হলে শিক্ষক এবং কর্মীদের পক্ষে ভোট নিতে যাওয়া সম্ভব নয়। আর তাই পঞ্চায়েত নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সুনিশ্চিত করা প্রয়োজন। “

Suvendu Adhikari Panchayat Election : ‘বাংলায় গণতন্ত্রের হত্যা…’, পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই সরব শুভেন্দু
একইসঙ্গে ভোটে প্রিসাইডিং অফিসারের ডায়েরি জমা করার সময় আরসিতে তার পিডিএফ কপি জমা নেওয়ার দাবিও জানানো হয়। পাশাপাশি এসএমএস বেসড রিপোর্টিং ফর্মাট চালু যা সরাসরি কমিশনের কেন্দ্রীয় সার্ভারে জমা হবে তা শুরু করার দাবিও জানায় সংগ্রামী যৌথ মঞ্চ

তাদের বক্তব্য, প্রিসাইডিং অফিসার ভোট চলাকালীন নিরাপত্তার অভাববোধ করলে সেখানে অভিযোগ জানাতে পারবে। সেই তথ্য কমিশনের সার্ভার থেকে DPEO, PRO, SPIC/OC, সেক্টর পুলিশ অফিসারের মোবাইলে মেসেজ যাবে, সেই ব্যবস্থা করতে হবে।

DA Latest News : ‘DA-র কোনও উল্লেখই নেই’, পদোন্নতি সহ একগুচ্ছ ঘোষণার পরেও ‘ক্ষুব্ধ’ সরকারি কর্মীদের একাংশ
ভোটকেন্দ্রে রাত্রিবাসের উপযুক্ত পরিবেশ এবং ভোটকর্মীরা যাতে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করতে হবে, এই স্মারকলিপিতে জানানো হয় এমনটাই। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করা হয়। এরপরেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে সরব হয়েছিলেন বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ একাধিক দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা।

কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিরোধীরা যে ভোট করানোর দাবি করেছেন সেই প্রসঙ্গে কমিশনের ঠিক কী মতামত তা জানতে চেয়েছে আদালত। সোমবার রাজ্যকে বক্তব্য পেশের নির্দেশ আদালতের।

Adhir Ranjan Chowdhury : নির্বাচন ঘোষণা হতেই আদালতে অধীর! পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। চলতি বছরের বাজেটে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা তিন শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু, এতে তাঁদের ক্ষোভ প্রশমিত হয়নি। বরং আন্দোলনের ধার বাড়িয়েছিল তাঁরা।

Digha Sea Beach: ডিএ-র দাবিতে ঢেউ আছড়ে পড়লো সমুদ্র সৈকতে

WB Panchayat Election: ‘ভোটে সিভিক ভলান্টিয়ার ব্যবহার নয়, মনোনয়ন জমা দেওয়ার সময় অপর্যাপ্ত’, প্রাথমিক পর্যবেক্ষণ হাইকোর্টের
সংগ্রামী যৌথ মঞ্চের আওতায় লাগাতার ধর্মঘট, কর্মবিরতির পথে হেঁটেছিলেন তাঁরা। সরকারি কর্মচারিরা রাজ্যের সঙ্গে আলোচনাতেও বসেন। কিন্তু, তা সফল হয়নি। এদিকে DA মামলা সুপ্রিম কোর্টে চলছে। সংগ্রামী যৌথ মঞ্চ এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবি জানিয়েছেন। এর আগে তাদের বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ হওয়ার অভিযোগ তুলেছিলেন তৃণমূলের একাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *