Love Affair : প্রতিবেশী বউদির সঙ্গে দেখা করতে এসে ‘দাদা’-র হাতে খুন যুবক, নদিয়ায় শোরগোল – young man murdered by neighbour for having extra marital affair with her wife


নদিয়াতে এক যুবককে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় শান্তিপুর থানা এলাকাতে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সোমনাথ পাল। যুবকের খুনের ঘটনার পর থেকে শান্তিপুর থানার গোবিন্দপুর মাছ বাজার এলাকাবাসীদের মধ্যে চর্চা চলেছে। গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী বউদির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সোমনাথের। বউদির সঙ্গে দেখা করতে এসে তাঁর স্বামীর হাতে খুন হয় ওই যুবক। এলাকা সূত্রের খবর, দীর্ঘদিন ধরে শান্তিপুর থানার বাগদেবীপুর এলাকার এক বিবাহিত মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সোমনাথের। পরিবারের তরফে আগেও সোমনাথকে সতর্ক করা হয়েছে।

Siliguri News: ত্রিকোণ প্রেমের জেরে ঝামেলা! যুবক খুনে অভিযুক্তের বাড়িতে আগুন ধরাল উত্তেজিত জনতা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রীয়ের সঙ্গে অবৈধ প্রেমের কারণে আগে সোমনাথের বাড়িতে এসেছিল ওই মহিলার অভিযুক্ত স্বামী সুজিত বিশ্বাস। সোমনাথকে সম্পর্ক না রাখার কথা বলে হুমকি দেয় সে। মহিলার স্বামীর হুমকি সত্ত্বেও বউদির সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল সোমনাথ।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে শান্তিপুর গোবিন্দপুর মাছ বাজারের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়কে গলা কাটা অবস্থায় পড়েছিল ওই যুবকের দেহ। রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে থাকে এলাকাবাসী। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সোমনাথ পালের মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ।

Nadia News : ভাই খুন হওয়ার তিন দিনের মাথায় দাদার নিথর দেহ উদ্ধার, চাঞ্চল্য শান্তিপুরে
ঘটনার পরে অভিযুক্ত সুজিত বিশ্বাস নিজেই শান্তিপুর থানায় আত্মসমর্পণ করে। পুলিশের কাছে সোমনাথকে খুন করার কথা স্বীকার করে অভিযুক্ত ব্যক্তি। ইতিমধ্যেই শান্তিপুর থানার পুলিশ অভিযুক্ত সুজিত বিশ্বাসকে গ্রেফতার করেছে। ওই ব্যক্তির পাশাপাশি তাঁর স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই খুনের কারণ বোঝা সম্ভব হবে।

Trending News : জালিমের পরকীয়া! প্রেমিকার সঙ্গে তৃণমূল নেতাকে ল্যাম্পপোস্টে বাঁধল গ্রামবাসীরা, ভিডিয়ো ভাইরাল
মৃত সোমনাথের পাড়ার বাসিন্দা স্বপন কর্মকার এই ঘটনা নিয়ে বলেন, ‘আমি হঠাৎ করেই শুনলাম সোমনাথকে খুন করা হয়েছে। ছোটোবেলা থেকে ওঁকে দেখেছি। ভালো ছেলে ছিল, আটার কলে কাজ করত। ওঁর সঙ্গে রাজনীতিরও কোনও যোগ নেই। কেন খুন করা হল বলতে পারছি না। ওঁর পরিবারের লোকেরা এই খুনের ব্যাপারে জানে কি না জানি না। ও একমাত্র সন্তান, ওঁর বাবা-মা কী করবে জানি না। খুবই মর্মান্তিক ঘটনা। ‘



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *