কিছুটা হলেও সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করবে মৌসুমী বায়ু। ফলে উইকএন্ডেই রাজ্যের দুয়ারে বর্ষা আসতে চলেছে, তা বলাই যায়। উত্তরবঙ্গ এবং সিকিমের কিছু অংশে বর্ষা প্রবেশ করবে ১১ জুনের মধ্যেই।
জানা গিয়েছে, উত্তরবঙ্গের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে রবিবার থেকে বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। ১০ তারিখ থেকেই ধীরে ধীরে বদলাবে তাপমাত্রা। ১২ জুন থেকে ভারী বৃষ্টি শুরু হবে উত্তরের জেলাগুলিতে। তবে মালদা, দুই দিনাজপুরে ১০ জুন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে আরও কিছুটা সময় লাগবে।
Bardhaman Weather : কলকাতায় একপশলা বৃষ্টি, কবে সুখবর পাবে দুই বর্ধমানবাসী?কলকাতার আবহাওয়াশুক্রবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। তবে আপাতত বৃষ্টির কোনও ইঙ্গিত দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। উইকএন্ডে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও ভ্যাপসা গরম চলবে। আরও কয়েকটা দিন আর্দ্রতাজনিত অস্বস্তির জেরে গরমে নাজেহাল হতে হবে শহরবাসীকে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৮৯ শতাংশের মধ্যে।
কেন দেরিতে ঢুকল বর্ষা? পূর্ব ও মধ্য এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের উপর দিয়ে ধীরে ধীরে উত্তরে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। যা বর্তমানে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি উত্তর দিকে অগ্রসর হয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর সেটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এই সাইক্লোনের গতিবিধির জেরেই এ বছর বর্ষা সাত থেকে আটদিন দেরিতে প্রবেশ করল।
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, মণিপুর, নাগাল্যান্ডে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে বলে জানাচ্ছে মৌসম ভবন। এ ছাড়াও বৃষ্টি শুরু হবে তামিলনাড়ু, কর্নাটকেও। রাজস্থানে ধুলোঝড়ের সম্ভাবনা। এরপর ধীরে ধীরে বৃষ্টি শুরু হবে উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, রাজস্থান, ঝাড়খণ্ড, পঞ্জাব ও হরিয়ানায়