Train Running Status: ফের বিপত্তি ট্রেনে, প্যান্টোগ্রাফ ভেঙে আটকে সরাইঘাট এক্সপ্রেস – howrah guwahati saraighat express struck near shantiniketan due to broken pantograph


করমণ্ডল বিপর্যয়ের পর থেকে রেলপথে বিভ্রাট যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। বুধে কোল্ডফিল্ডের পর এবার শুক্রবারের বিকেলে আপ সরাইঘাট এক্সপ্রেস। আবারও ট্রেনের প্যান্ট্রোগ্রাফ ভেঙে দুরপাল্লার ট্রেন আটকে পড়ার ঘটনা ঘটল।

শুক্রবার নির্ধারিত সময় ৩টে ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়ে হাওডা় গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। কিন্তু শান্তিনিকেতন থেকে অনতিদূরে রেলের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। স্থানীয় ও রেল সূত্রে জানা গিয়েছে,আজ সন্ধ্যা ৬ টা নাগাদ বনপাশ স্টেশন ঢোকার মুখে হঠাৎই প্যান্টোগ্রাফ ভেঙে যায় সরাইঘাট এক্সপ্রেসের। লেভেল ক্রসিংয়েই আটকে যায় ট্রেনটি। সন্ধ্যে ৬ টা থেকে পূর্ব বর্ধমানের বনপাশ স্টেশনে আটকে সরাইঘাট।

Coromandel Express : ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি নিয়েই ফের গড়াল চাকা, ৫ দিন পর শালিমার থেকে যাত্রা করমণ্ডলের

জানা গিয়েছে, দেড় ঘণ্টারও বেশি সময় ধরে আটকে ট্রেনটি। লেভেল ক্রসিংয়ে আটকে পড়ায় বন্ধ গাড়ি চলাচলের রাস্তা। এই গরমে ট্রেন দাঁড়িয়ে পড়ায় দমবন্ধকর অবস্থা যাত্রীদের। চুড়ান্ত ভোগান্তিতে যাত্রীদের সঙ্গে লেভেল ক্রসিংয়ে দাঁড়ানো গাড়ির মালিকরাও। রেলের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। সপ্তাহান্তের মুখে এই ট্রেনে করে অনেকেই উত্তরবঙ্গ বা অসমে ঘুরতে যাওয়ার উদ্দেশে উঠেছেন। তাই এদিন ট্রেনে আসন সংখ্যা প্রায় পূর্ণ। কিন্তু মাঝপথে এভাবে আটকে পড়ে অনেকেরই স্টেশনে নেমে পরের পরিকল্পনায় জল।

Train Derailed : এবার মধ্য প্রদেশের জবলপুরে লাইনচ্যুত রেল, তড়িঘড়ি পৌঁছল রিলিফ ট্রেন

জানা গিয়েছে, সরাইঘাটের কারণে বিশ্বভারতী এক্সপ্রেস সহ কয়েকটি লোকাল ট্রেনও ওই রুটে আটকে পড়েছেন।

আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *