West Bengal Panchayat Election : পঞ্চায়েতে পাখির চোখ নন্দীগ্রাম! শুভেন্দুর গড়ে ঢাক-ঢোল পিটিয়ে মনোনয়ন শুরু BJP-র – bharatiya janata party starts filling nomination for west bengal panchayat election at nandigram


পঞ্চায়েতে পাখির চোখ নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনে মানুষ কোনদিকে ঝুঁকবে তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। বৃহস্পতিবার পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণার পরেই শুক্রবার সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু করল বিজেপি। শাসক দলকে এক কদম পিছনে ফেলে BJP প্রার্থীরা শুক্রবার সকাল থেকেই মনোনয়নের কাজ শুরু দেয়।

West Bengal Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনেও কি কেন্দ্রীয় বাহিনী? জবাব দিল কমিশন
এদিন জাঁকজমক ভাবে ঢাকঢোল পিটিয়ে শুভেন্দু অধিকারীর বিধানসভা ক্ষেত্র নন্দীগ্রামে নমিনেশন শুরু করল বিজেপি। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাদ পালের নেতৃত্বে বিশালাকার র‍্যালি বের করে প্রথমে নন্দীগ্রামে জানকীনাথ মন্দিরে পুজো দিলেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত এর প্রার্থীরা।

West Bengal Panchayat Election : সরকারি ব্যানার-পোস্টার খোলা শুরু, নির্বাচনী আচরণ বিধি লাগু হতেই তৎপরতা প্রশাসনের
সেখান থেকে নন্দীগ্রাম ১ নম্বর ব্লক অফিসে নমিনেশন জমা দিতে যান তারা। নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত বিজেপি প্রার্থীরা আজ নমিনেশন জমা দিচ্ছেন। বাকি গ্রাম পঞ্চায়েতগুলির প্রার্থীরা সোমবার নমিনেশন জমা দেবেন বলে জানা গিয়েছে।
তবে প্রথম দিনেই নন্দীগ্রামে বিজেপির কর্মীদের সঙ্গে পুলিশের বচসা হয়। উত্তেজনা। মনোনয়ন পত্র গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে শাসক দলের হয়ে লড়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ফল প্রকাশের পর দেখা যায় এই কেন্দ্র থেকে নির্বাচনে জয়লাভ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও ফল প্রকাশ নিয়ে সন্দেহ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস।

West Bengal Panchayat Election 2023 : পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণা! জলপাইগুড়িতে দেওয়াল লিখন শুরু সিপিএমের
স্বাভাবিকভাবেই, গোটা পূর্ব মেদিনীপুর জেলা এবং বিশেষত নন্দীগ্রাম কেন্দ্রের পঞ্চায়েত আসন গুলির ফলাফলের দিকে তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল। বিধানসভা আসনের ফলাফল কি বজায় রাখতে পারবে বিজেপি, নাকি পুরনো জমি পুনরুদ্ধার করবে তৃণমূল, সেই উত্তর পাওয়া যাবে আগামী ১১ জুলাই।
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ কবে ঘোষণা হবে তা নিয়ে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরে। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে ধরে নেওয়া হয়েছিল। দুদিন আগেই রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার নিয়োগ হন রাজীব সিনহা। এরপরেই তড়িঘড়ি পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হয়।

WB Panchayat Election 2023 : দেওয়ালে লালকালি বামেদের, কেন্দ্রীয় বাহিনীর দাবি বিজেপির

যদিও পঞ্চায়েত নির্বাচনে এক দফা ভোট ঘোষণা নিয়ে আপত্তি প্রকাশ করেছে বিজেপি। একাধিক দফায় নির্বাচন এবং কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে ইতিমধ্যেই আদালতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস ও বিজেপি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর বিরোধিতা করা হয়েছে তৃণমূলের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *