West Bengal Panchayat Election : সরকারি ব্যানার-পোস্টার খোলা শুরু, নির্বাচনী আচরণ বিধি লাগু হতেই তৎপরতা প্রশাসনের – south dinajpur district administration started removing government banner after west bengal panchayat election declaration


বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। নির্বাচনী আচরণ বিধি লাগু হয়েছে এদিন থেকেই। নিয়মমাফিক সরকারি ব্যানার-পোস্টার খোলার কাজ শুরু হয়ে গেল জেলায় জেলায়। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন থেকে সরানো হল এই ধরনের সমস্ত বিজ্ঞাপন।

Dakshin Dinajpur : হাসপাতাল থেকে হঠাৎ ফোন! ৫ বছর আগে নিখোঁজ ছেলেকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা মা-বাবা
রাজ্যে নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বৃহস্পতিবার রাতের বেলায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অবস্থিত জেলা প্রশাসনিক ভবন চত্বরে থাকা একাধিক সরকারি ব্যানার পোস্টার খোলার কাজ শুরু করল প্রশাসন। রাজ্যে নির্বাচনী আচরণবিধি লাগু হতেই এদিন রাতের বেলায় বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিভিন্ন সরকারি বিজ্ঞাপন খোলার কাজ শুরু করল প্রশাসন।

Dakshin Dinajpur : SFI-DYFI এর SDO অফিস ঘেরাওয়ে ধুন্ধুমার বালুরঘাটে! ভাঙল ব্যারিকেড, জখম পুলিশ কর্মী
পাশাপাশি জেলা প্রশাসনিক ভবনের সামনে লাগানো হচ্ছে মাইক৷ ভোট ঘোষণা হতেই এদিন অনেক রাত পর্যন্ত জেলাশাসক অন্যান্য আধিকারিকদের বৈঠক করেন। ঠিক একইরকমভাবে প্রতিটি ব্লক অফিসে চলছে জরুরি ভিত্তিতে বৈঠক।
পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যে। এবার এক দফাতেউ রাজ্যে ভোট অনুষ্ঠিত হবে। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে মনোনয়ন জমা করতে পারবে প্রার্থীরা৷ ১৫ তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন৷

Dakshin Dinajpur: স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ! শ্রীঘরে স্বামী
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১১ জুলাই গণনা। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের দিনক্ষণ ঘোষণা করতে রাজ্যে নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে। এবার দক্ষিণ দিনাজপুর জেলায় আটটি পঞ্চায়েত সমিতি, একটি জেলা পরিষদ ও ৬৪ টি গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত। যেখানে মোট বুথ ১২২৩ টি বুথ ভোট অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ কবে ঘোষণা হবে তা নিয়ে নানা জল্পনা চলছিল। জুন মাসের শেষ দিকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছিল। দুদিন আগেই রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন রাজীব সিনহা। এরপরেই গতকাল নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়।

WB Panchayat Election Date : ৮ জুলাই ভোট রাজ্য পুলিশেই আস্থা কেন্দ্রীয় বাহিনীতে ‘অনীহা’

যদিও রাজ্যে এক দফায় নির্বাচন ঘোষণা হতেই তার বিরোধিতা করেছে বিজেপি। এক দফায় নির্বাচনের বিরোধিতা করে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে ইতিমধ্যেই আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। তবে নির্বাচনের সম্মুখ সমরে লড়াইয়ের জন্য তাঁরা প্রস্তুত বলে বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার থেকেই মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও দলই প্রার্থী তালিকা ঘোষণা করেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *