Jalpaiguri News : গাড়ির শোরুমে ডাকাতির ছক, পুলিশের গাড়ি দেখেই সিন্দুক রেখে ধাঁ দুষ্কৃতীরা – robbery in a car showroom at kotwali jalpaiguri


বিলাস বহুল গাড়ির শো রুম ডাকাতির ছক। ডাকাতির কর্মকাণ্ড অনেকটা বাগিয়েও এনেছিল দুষ্কৃতীরা। তবে পুরো পরিকল্পনায় জল ঢেলে দেয় পুলিশের টহলদারি গাড়ি। শো রুমের সিন্দুক নিয়ে পালানোর সময়েই পুলিশের গাড়ির সামনে পড়ে যায় দুষ্কৃতীরা। এরপর সিন্দুক ফেলে রেখেই পগার পার ডাকাত দল। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে।

Jalpaiguri News : পানীয় জলে সমস্যায় ভুটান সীমান্তে অবরোধ চা শ্রমিকদের, দুর্ভোগে দুই দেশের যাত্রীরা
শনিবার জলপাইগুড়ি এক গাড়ির শোরুমে দুস্কৃতীদের হামলা করা হয়। নিরাপত্তারক্ষীর হাত পা বেঁধে চার দুস্কৃতি প্রায় ১ ঘণ্টা তান্ডব চালায় শোরুমে। এরপর শো রুমের ভল্ট নিয়ে পালানোর চেষ্টা করে তারা। পরে টহলরত পুলিশের গাড়ি দেখে রাস্তায় ভল্ট ফেলে পালিয়ে যায় দুস্কৃতিরা।
তবে ওই গাড়ির শো রুম কর্তৃপক্ষ জানিয়েছে, ভল্ট ভাঙতে না পারলেও শোরুমের আনুমানিক ৪০হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুস্কৃতীরা। পুরো ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন শো রুমের কর্মচারী ও গাড়ি শো রুম কর্তৃপক্ষের লোকজন। এরপরেই খবর দেওয়া হয় স্থানীয় কোতোয়ালি থানায়। ঘটনার তদন্তে কোতয়ালি থানার পুলিশ৷

Jalpaiguri Toto : টোটো চালানোর দাবিতে পুরসভা অভিযান, উত্তপ্ত জলপাইগুড়ি
জলপাইগুড়ি আসাম মোড় এলাকায় অবস্থিত একটি বহুজাতিক গাড়ির শোরুমে আজ সকালে কর্মীরা এসে দেখেন শোরুমের ভল্ট বাইরে পরে রয়েছে। শোরুমের নিরাপত্তারক্ষীকে হাত-পা বেঁধে রেখে এই কাণ্ড করেছে বলে জানতে পায়। চারজন দুস্কৃতী শোরুমের সি সি টিভি ক্যামেরা বন্ধ করে শোরুমে ঢোকে বলে অভিযোগ।
এরপর এক জন নিরাপত্তারক্ষীকে তার ঘরে হাত পা বেঁধে রেখে শোরুমের ভেতরে থাকা ভল্ট খুলে নিয়ে পালানোর চেষ্টা করে। পাশাপাশি শোরুমের বিভিন্ন ড্রয়ারে থাকা প্রায় ৪০ হাজার টাকা নেয় এই দুস্কৃতীরা। ভল্ট শোরুম থেকে বের করলেও ভল্ট ভাঙতে পারেনি।

Segun Wood : বন কর্মীদের চেষ্টায় সেগুন কাঠ পাচারের ছক বানচাল! গ্রেফতার গাড়ির চালক
শোরুমের ম্যানেজার দীপু সরকার বলেন, “গতকাল ভোর রাতে চার জনের দুস্কৃতী আমাদের সিকিউরিটি গার্ডকে বেঁধে রেখে সিসিটিভি বন্ধ করে দিয়ে শোরুমে তাণ্ডব চালায়। আমাদের ক্যাশ কাউন্টারের ড্রয়ার খোলে। ভল্ট ভেঙে নিয়ে শোরুমের বাইরে চলে যায়। সেখান থেকে ভল্টটি শোরুমের বাইরে ভাঙতে না পেরে ফেলে দিয়ে চলে যায়।”

Coromandel Express Accident Update: অভিশপ্ত ট্রেনে শ্যালক-ভগ্নিপতি! ১ জন ফিরলেও অন্যজন নিখোঁজ!

তবে পুলিশের হাত থেকে বেঁচে পালিয়েছে দুষ্কৃতীরা। কোতয়ালি থানার পুলিশ এসে সিসিটিভি দেখেছে। নিরাপত্তারক্ষীকে আটকে করে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শো রুমের নিরাপত্তা রক্ষীদের। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *