Locket Chatterjee : ‘উনিই তো জনজোয়ারে জন লুট শেখাচ্ছেন…’, অভিষেকের শান্তি বার্তাকে কটাক্ষ লকেটের – bharatiya janata party leader locket chatterjee attacks abhishek banerjee on panchayat election turmoil


মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে সন্ত্রাস চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসুক এসে মনোনয়ন জমা করিয়ে দিক। আসলে এদের কথায় আর কাজের সঙ্গে মিল নেই – মন্তব্য বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে লকেট বলেন, “জনজোয়ারে উনি জন লুট শিখিয়েছেন, সেটারই পরিণাম দেখা যাচ্ছে।”

Locket Chatterjee : &amp#39;এমন দুর্নীতি করেছে যে স্ত্রী-শ্যালিকাকেও যুক্ত করেছে…&amp#39;, রুজিরাকে ED-র তলব প্রসঙ্গে অভিষেককে তোপ লকেটের
লকেট এদিন বলেন, “মানুষ বুঝে গিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে নো ভোট টু তৃণমূল। ঠিকমত যদি ভোট হয় তৃণমূলের অবস্থা খারাপ আছে। নির্বাচন ঘোষণার পর কখনো সর্বদলের বৈঠক ডাকা হয় না। নির্বাচনের দিন ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক করা উচিত ছিল। এখানে সব উল্টো হচ্ছে কারণ রাজ্যে আইন শৃঙ্খলা নেই।”
শনিবার সকালে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বিজেপির একটি প্রতিনিধি দল। মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিভিন্ন জেলায় অশান্তি চলায় অভিযোগ জানানো হয় রাজ্যপালের কাছে। এ সম্বন্ধে বলেন, “রাজ্যপাল আমাদের রাজ্যের অভিভাবক। ওঁর কথাকে আমরা সম্মান করি। উনি যে জায়গা থেকে এসেছেন সেখানে দেখেছেন ভোট সুষ্ঠুভাবে হয়। আর বাংলায় এসে কি দেখছেন। ওঁর কথা যদি এরা মানে ভালো, রাজ্যপাল রাজ্যপালের ডিউটি পালন করছেন।”

Hooghly News : &amp#39;কেউ আইনের উর্ধ্বে নয়…&amp#39;, শুভেন্দুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের তৃণমূল বিধায়কের
সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনের কাছে পঞ্চায়েত নির্বাচন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জবাব চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়া হবে কিনা, সে ব্যাপারেও জানতে চাওয়া হয়। যদিও এদিন রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
তবে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো নিয়ে লকেট এদিন বলেন, “যে কোনও রাজ্যের বাহিনী দিয়ে ভোট করা সেটা রাজ্যের ব্যাপার। কিন্তু সবার আগে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হবে। সুষ্ঠুভাবে সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে।”

Locket Chatterjee on Byron Biswas : &amp#39;দলত্যাগ বিরোধী আইন আরও কঠোর হওয়া উচিত&amp#39;, বাইরন নিয়ে মন্তব্য লকেটের
তবে এর মাঝেই মনোনয়ন প্রক্রিয়ায় এত অশান্তি হচ্ছ তা নিয়ে সরব হন বিজেপি সাংসদ। তিনি বলেন, “মনোনয়ন জমা দেওয়ার দ্বিতীয় দিনেই দেখা যাচ্ছে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে বিডিও অফিসে। এ থেকে পরিষ্কার আগে থেকেই সব ছক করা ছিল।”

Locket Chatterjee: ‘এ তো ট্রেলার, পঞ্চায়েত ভোট সিনেমা!’

প্রসঙ্গত, শনিবার সারাদিন রাজ্যের একাধিক জায়গায় মনোনয়ন জমা দেওয়া নিয়ে চূড়ান্ত অশান্তি হয়। মুর্শিদাবাদের ডোমকলে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পাশাপাশি, বাঁকুড়া জেলাতেও একাধিক জায়গায় অশান্তির বাতাবরণ লক্ষ্য করা যায়। পুরো বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *