Panchayat Election : ‘বিরোধীরা মনোনয়ন জমা না দিতে পারলে নিজের গাড়িতে নিয়ে যাব’, বিধায়কের মন্তব্যে শোরগোল – mla narayan goswami said that if the opposition does not submit the nomination i will take it in my car


Uttar 24 Pargana : ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমার দ্বিতীয় দিনে রাজ্যের অনেক জায়গা থেকেই বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। আর প্রায় সব অভিযোগই শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। এই অবস্থায় দাঁড়িয়ে বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ন গোস্বামী। ঘটনাচক্রে এর আগেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার ইতিহাস রয়েছে তার। শুক্রবার তিনি বলেন, “পঞ্চায়েত ভোটে মনোনয়ন পত্র জমা দিতে না পারলে আমি নিজের গাড়ি করে মনোনয়ন পত্র জমা দিতে নিয়ে যাব। BJP হোক কিংবা CPIM যে কোনও দলের সদস্যকে নিয়ে যাব”।

WB Panchayat Election : অনুব্রতহীন বীরভূমে ফিরছে ২০১৮-এর স্মৃতি! মনোনয়নে BJP কর্মীদের মারধরের অভিযোগ
তিনি আরও বলেন, “এগুলি দেখার দায়িত্ব পুলিশ প্রশাসনের। তবু একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলছি, বিরোধী দলের কেউ যদি মনোনয়ন জমা না করতে পারেন, তাহলে তাঁরা যদি মনে করেন, আমাকে জানাতে পারেন। আমি নিজের গাড়িতে তাঁদের বাড়ি থেকে নিয়ে যাব, মনোনয়ন জমা দেওয়া করাবো, আবার আমার গাড়িতেই তাঁদের বাড়িতে পৌঁছে দিয়ে আসব।

WB Panchayat Election : প্রথম দিনেই মনোনয়ন জমা দেওয়ার হিড়িক, হাওড়ায় জোরকদমে চলছে দেওয়াল লিখন
অন্তত আমার বিধানসভা এলাকায় এই কাজটুকু আমি করতেই পারি”। শুক্রবার সন্ধ্যায় অশোকনগর গোল বাজারে নব জোয়ার কর্মসূচি উপলক্ষ্যে তৃণমূলের একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন অশোকনগরের বিধায়ক নারায়ন গোস্বামী। তিনি পাশাপাশি বলেন, “দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করতে হবে। কোনও জায়গায় ঝামেলা হওয়া চলবে না। আর আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয় পাবে”।

Panchayat Election : পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, হুগলিতে আয়োজিত সর্বদলীয় বৈঠক
পাশাপাশি তিনি বলেন, “যদি মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনও বাধা পান বিরোধীরা, তাহলে অবশ্যই প্রশাসন এবং রিটার্নিং অফিসার কে জানান। অথবা আমাকে জানাতে পারেন। আমি নিজের গাড়ি করে বাড়ি থেকে নিয়ে আবার মনোনয়ন পত্র জমা দিয়ে বাড়িতে পৌঁছে দেব। রাজনৈতিক কর্মী হিসেবে আমি এটা করতে পারি”।

West Bengal Panchayat Election : ‘কোনও প্রস্তুতিই নেই…’, মনোনয়ন প্রক্রিয়ায় বিলম্বে বাঁকুড়ায় সরব বাম-বিজেপি
এমনই এক ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে বিধায়ককে বলতে। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়া এবং রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে অশান্তিও।

Panchayat Election : ডোমকলে মনোনয়নে বাধা! চরম বিশৃঙ্খলা,পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র
তার মধ্যে বিধায়কের গলায় এই ধরনের মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উল্লেখ্য, কয়েকমাস আগে দলের সকলকে সতর্ক করার পাশাপাশি আচার-আচরণ নিয়ে বেশি কিছু নিদান দিয়েছিলেন এই তৃণমূল বিধায়ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *