Panchayat Election : পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, হুগলিতে আয়োজিত সর্বদলীয় বৈঠক – all party meeting held in hooghly district ahead of panchayat election


Hooghly News : পঞ্চায়েত নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল হুগলি জেলায়। হুগলির জেলাশাসক পি দীপাপ প্রিয়া, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপ সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা শুক্রবার এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জেলাশাসক জানান, “হুগলি জেলায় ২০৭ টি গ্রাম পঞ্চায়েতের ৩৮৮০ আসন, ১৮ টি পঞ্চায়েত সমিতির ৬১৯ টি আসন ও জেলা পরিষদের ৫৩ টি আসনে নির্বাচন হবে। মোট ভোটার রয়েছেন ৩৪ লাখ ৭২ হাজার ২৫৫ জন। ভোট গ্রহন কেন্দ্র আছে ৩৮৫১ টি”। জেলা শাসক আরও বলেন, “প্রতিটি ব্লকে শুক্রবার থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে। সেখানে হেল্প ডেস্ক থাকছে।

Panchayat Election : ‘তৃণমূল, BJP-কে হারাতে এগিয়ে আসবেন’, প্রার্থী তালিকা ঘোষণার পর মন্তব্য সুশান্তের
যেকোনও প্রয়োজনে সাহায্যের জন্য যোগাযোগ করা যাবে। অভিযোগ জানানোর জন্য সেল খোলা হয়েছে। মনোনয়ন সুষ্ঠুভাবে করতে পুলিশ মোতায়েন থাকছে। রাজনৈতিক দলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে আচরন বিধি চালু হয়ে গিয়েছে”। যদিও BJP কংগ্রেস CPIM দলগুলো এক যোগে আশঙ্কা প্রকাশ করে যে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হতে পারে।

WB Panchayat Election : কেষ্টর অনুপস্থিতিই কি পঞ্চায়েত ভোটে ফ্যাক্টর? মনোনয়ন জমার প্রথম দিনেই ছক্কা হাঁকাল বিজেপি
২০১৮ সালের পঞ্চায়েত ভোটে অভিজ্ঞতা থেকে তাঁদের এই আশঙ্কা বলে জানিয়েছেন তাঁরা। যদিও শাসক দল তৃণমূলের দাবি, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ রয়েছে পঞ্চায়েত ভোটে কোনোরকম অশান্তি করা যাবে না। বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারবেন।

Panchayat Election : বাঁকুড়ায় মনোনয়নের প্রথম দিনেই বাজিমাত BJP-র, ক্ষোভ প্রকাশ CPIM-এর
শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন জেলায় কোনও অশান্তি হয়নি এটা তারই প্রমান, জানাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতা বিকাশ রায় বলেন, “আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। মানুষ যাকে ভোট দেবে সে জিতবে। তা বলে বিরোধীরা যদি প্রার্থী না পায় আমরা তাঁদের প্রার্থী জোগাড় করে দিতে পারব না”।

West Bengal Panchayat Election : সরকারি ব্যানার-পোস্টার খোলা শুরু, নির্বাচনী আচরণ বিধি লাগু হতেই তৎপরতা প্রশাসনের
BJP নেতা স্বপন পাল বলেন, “নির্বাচনের নামে যে প্রহসন হবে তার নমুনা পাওয়া গিয়েছে। এই ভাবে ভোটের দিন ঘোষনা করে মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন অনেক জায়গায় মনোনয়ন পত্র পাওয়া যায়নি। আমাদের দলের অনেক প্রার্থী মনোনয়ন জমা করতে পারেননি, কারণ DCR পাওয়া যায়নি।

Panchayat Election : ডোমকলে মনোনয়নে বাধা! চরম বিশৃঙ্খলা,পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র
। CPIM নেতা মনদীপ ঘোষ বলেন, “নির্বাচন ঘোষণা তড়িঘড়ি করা হয়েছে। আগামী সময়ে যাতে সব জায়গায় মনোনয়ন জমা দিতে পারে সেটা দেখতে হবে। পুলিশের যারা শীর্ষ কর্তা তাঁরা ছিলেন বৈঠকে। আমরা বলেছি গত পঞ্চায়েত নির্বাচনের মতো যেন না হয়”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *