Panchayat Election : বাঁকুড়ায় মনোনয়নের প্রথম দিনেই বাজিমাত BJP-র, ক্ষোভ প্রকাশ CPIM-এর – bjp filed nominations in 336 seats on the first day in bankura


West Bengal News : শুক্রবারই প্রথম দিন ছিল ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের। আর প্রথম দিনেই বিভিন্ন বাধা সত্বেও শাসকদল তৃণমূলকে অতিক্রম করে মনোনয়ন দাখিলে এগিয়ে রইল BJP। বাঁকুড়া জেলা ১৯০ টি গ্রাম পঞ্চায়েতের ৩১২৯টি আসনের মধ্যে ৪৩২ টি আসনে মনোনয়ন দাখিল হয়েছে। যার মধ্যে BJP ৩৩৬ টি আসন, CPIM ৫০টি, ফরওয়ার্ড ব্লক ২, নির্দল ও অনান্যরা ১২টি তে মনোনয়ন জমা করেছে। এছাড়াও তৃণমূল কংগ্রেস ২টি আসনে মনোনয়ন দাখিল করেছে। অন্যদিকে ২২ টি পঞ্চায়েত সমিতির ৫৬১ টি আসনের মধ্যে BJP ৪০টি, CPIM ৮টি এবং অন্যান্যরা ২টি আসনে মনোনয়ন জমা করেছেন।

West Bengal Panchayat Election : ১ দিন অতিক্রান্ত, মহিষাদলে মনোনয়ন জমা করল না তৃণমূল
জেলা পরিষদের ৫৬ টি আসনের মধ্যে একটিতেও মনোনয়ন দাখিল হয়নি। মনোনয়ন দাখিলের ক্ষেত্রে প্রথমদিন BJP-র এগিয়ে থাকা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ ডাঃ সুভাষ সরকার। তিনি বলেন, “রাজ্য সরকার তথা তৃণমূল ইচ্ছে করে এভাবে একদিনের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা করেছে।

Panchayat Election : ডোমকলে মনোনয়নে বাধা! চরম বিশৃঙ্খলা,পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র
সেই সঙ্গে মাত্র কিছুদিন সময় দেওয়া হয়েছে মনোনয়ন জমা করার জন্য। কিন্তু নিজেদের জালে তাঁরা নিজেরাই ফেঁসে গিয়েছে। দেখা যাচ্ছে বাঁকুড়া জেলায় বেশিরভাগ জায়গায় তৃণমূলের প্রার্থীরা মনোনয়নই দাখিল করেননি। সেখানে অনেক বাধা সত্ত্বেও BJP পরপর মনোনয়ন জমা করে যাচ্ছে।

WB Panchayat Election : কেষ্টর অনুপস্থিতিই কি পঞ্চায়েত ভোটে ফ্যাক্টর? মনোনয়ন জমার প্রথম দিনেই ছক্কা হাঁকাল বিজেপি
মেজিয়া সহ আরেকটি জায়গায় DCR পাওয়া যায়নি। এছাড়াও তালডাংরা ও সিমলাপালে মনোনয়ন ফর্মই পাওয়া যাচ্ছে না। এতেই বোঝা যাচ্ছে যে এই সরকার একেবারে ল্যাজেগোবরে হয়ে গিয়েছে”। সেই সঙ্গে তাঁর কটাক্ষ, “ওরা প্রার্থী পাবে কোথা থেকে! নিজেরাই তো দলাদলি, মারামারিতে ব্যস্ত। একজন প্রার্থী হলেই আর একজন চড়াও হচ্ছে”।

Wb Panchayat Election 2023: পুলিশের উপস্থিতিতেই BJP বিধায়ককে ‘গালি গালাজ ও হেনস্থা’র অভিযোগ, মনোনয়ন জমা নিয়ে উত্তাল বাঁকুড়া
এদিকে, বেশির ভাগ ব্লক অফিসে এদিন মনোনয়ন দাখিল করতে এসে DCR সহ ফর্ম না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন বিরোধীরা। CPIM সিমলাপাল এরিয়া কমিটির সম্পাদক বিপ্লব দাস মহন্ত বলেন, “আমাদের প্রার্থীরা রোদের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন মনোনয়ন জমা করবেন বলে।

আর এদিকে ব্লক প্রশাসনের মনোনয়ন জমা করার কোনও ইচ্ছেই নেই। দেখা যাচ্ছে DCR সহ ফর্ম নেই এখানে। তাহলে প্রার্থীরা কি করবেন! আমরা এই ব্যাপারে BDO-র কাছে অভিযোগ জানিয়েছি। যদি এতে কাজ না হয় তো আমরা বড় আন্দোলন করব”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *