জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি ২১ বছরের বড় এক রাজনৈতিক নেতাকে বিয়ে করে খবরের শিরোনামে উঠে আসেন টেলিভিশন অভিনেত্রী(TV Actress) স্নেহাল রাই(Snehal Rai)। কিন্তু এরই মাঝে ভয়ানক দুর্ঘটনার মুখে পড়েন তিনি। মুম্বই-পুনে হাইওয়েতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। ‘ইশক কা রং সাফেদ’ ধারাবাহিকের জনপ্রিয় এই অভিনেত্রী শনিবার তাঁর গাড়ির ছবি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন। এক কথায় দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে গাড়ি।
একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, স্নেহাল পুণেতে যাচ্ছিলেন এবং মুম্বই-পুণে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাঁর গাড়িকে ধাক্কা মারে। সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান স্নেহাল ও ড্রাইভার। গাড়ি থেকে বেরিয়ে আসতে পারেন তাঁরা। বিশেষ আঘাত লাগেনি তাঁদের।
জানা যায় , অভিনেত্রী ক্ষতিপূরণের জন্য ট্রাকের মালিকের কাছে গেলে তিনি শুধু তাঁদের হুমকিই দেননি, কোনও ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করে এবং তারপর দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাক ড্রাইভার। ইন্স্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে স্নেহাল লেখেন, ‘চিন্তার কারণ নেই, আমি ঠিক আছি। যখন এই ঘটনা ঘটে তখন একটু ঘাবড়ে গিয়েছিলাম। এখন কয়েকদিনের জন্য ট্যাক্সি জিন্দাবাদ।’
আরও পড়ুন- Mithai: ‘তোমাদের ভালোবাসায় বেঁচে থাকব আজীবন’, মিঠাই-এর শেষে স্মৃতিমেদুর সৌমিতৃষা
প্রসঙ্গত, সম্প্রতি স্নেহাল জানিয়েছেন, প্রায় এক দশক আগে তিনি বহুজন সমাজ পার্টির নেতা মাধবেন্দ্র রাইকে বিয়ে করেছেন। ২৩ বছর বয়সেই নিজের থেকে ২১ বছরের বড় রাজনীতিবিদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। বিয়ের পরপরই স্নেহাল একটি পুত্রসন্তানের জন্ম দিলেও অসুস্থতার কারণে তাকে হারিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, এই ক্ষতি সামাল দেওয়া তাঁর পক্ষে কঠিন ছিল।স্নেহালকে শেষ দেখা গিয়েছিল সুপার ন্যাচারাল ড্রামা ‘বিশ’-এ। এই ধারাবাহিকে আরও অভিনয় করেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়, সানা মকবুল, বিশাল বশিষ্ঠ প্রমুখ। ‘ইশক কা রং সাফেদ’, ‘জানমো কা বাঁধন’, ‘ইচ্ছাপ্রিয়ারি নাগিন’, ‘পারফেক্ট পাটি’-র মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।