WB Panchayat Election : কেষ্টর অনুপস্থিতিই কি পঞ্চায়েত ভোটে ফ্যাক্টর? মনোনয়ন জমার প্রথম দিনেই ছক্কা হাঁকাল বিজেপি – on the first day of submission of nomination papers for the panchayat elections 121 seats are submitted by the bjp


BJP Bengal : জেলার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি কি পঞ্চায়েত ভোটে ফ্যাক্টর? নাকি অনুশোচনা তৃণমূলের জন্য? যদিও এই ইস্যু এড়িয়ে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই স্পর্শকাতর বীরভূমে ছক্কা হাঁকালো BJP। ‘২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেয়নি উন্নয়ন বাহিনী’, এমনই অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিরোধীরা। এমনকি সেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে প্রাণও দিতে হয়েছিল দিলদার শেখ নামের এক BJP কর্মীকে। যদিও পরে তার পরিবারের তরফে দাবি করা হয় তৃণমূল কর্মী ছিলেন তিনি।

West Bengal Panchayat Election : পঞ্চায়েতে পাখির চোখ নন্দীগ্রাম! শুভেন্দুর গড়ে ঢাক-ঢোল পিটিয়ে মনোনয়ন শুরু BJP-র
এছাড়াও সাংবাদিক হেনস্থা, বিরোধী দল BJP-র বহু কর্মীকেও মারধরের অভিযোগ উঠেছিল ওই সময় । কিন্তু তার ঠিক বিপরীত চিত্র দেখা গেল ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে। যেখানে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে মাত্র ৬০টি মনোনয়নপত্র জমা দিতে পেরেছিলেন বিরোধীরা, সেখানে গতকাল শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মোট ৩৪০১টি আসনের মধ্যে ১২১ টি আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে BJP।

West Bengal Panchayat Election : ‘কোনও প্রস্তুতিই নেই…’, মনোনয়ন প্রক্রিয়ায় বিলম্বে বাঁকুড়ায় সরব বাম-বিজেপি
অন্যদিকে CPIM মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন মাত্র ৩টি আসনের জন্য। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি অনুব্রতর অনুপস্থিতিই ফ্যাক্টর? না অনুশোচনা? কারণ অধিকাংশ জায়গায় ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন না হওয়ার ফলাফল দেখা গিয়েছিল লোকসভা ভোটে।

West Bengal Panchayat Election : ২০১৮-এর স্মৃতি কি ফিরছে? অভিষেকের গড়ে প্রথম দিন নমিনেশন দিতে না পেরে ক্ষোভ বিরোধীদের
আর তারপরে একটি জনসভা থেকে অনুব্রত মণ্ডলকে অনুশোচনার সুরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলতে দেখা যায়, ‘২০১৮ সালের পঞ্চায়েতে যা হয়েছে ভুল হয়েছে আর তা হবে না এবার তোমাদেরকেই লড়াই করে জিততে হবে’। যদিও এই তত্ত্ব মানতে নারাজ বিরোধী দলগুলি।

West Bengal Panchayat Election : সরকারি ব্যানার-পোস্টার খোলা শুরু, নির্বাচনী আচরণ বিধি লাগু হতেই তৎপরতা প্রশাসনের
BJP-র বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “শয়তানের বংশ অনুব্রত মণ্ডল যে বীজ পুঁতে গিয়েছেন সেই শয়তানদের বীজের অস্তিত্ব এখনও বর্তমান। সুতরাং না আঁচলে বিশ্বাস নেই । তবে আজ পুলিশ নীরব দর্শকের ভূমিকায় না থাকলেও ঠিক আছে। আমরা ১২১টি আসনের জন্য মনোনয়ন জমা দিতে পেরেছি।

Anubrata Mondal Latest News : বীরভূমে অনুব্রত মডেলেই ভোট, স্বশরীরে না থাকলেও ‘কেষ্ট আদর্শ’ সম্বল তৃণমূলের
আগামি যে দিনগুলি আছে তাতে আরও বেশি করে মনোনয়ন জমা করতে পারব। জেলায় পঞ্চায়েত নির্বাচনে BJP-রই জয় হবে”। রবিবার বাদ দিয়ে, ১৫ই জুন পর্যন্ত রোজ মনোনয়ন জমা করা যাবে। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত জমা করা যাবে মনোনয়নপত্র। এত অল্প সময়ে কী করে মনোনয়ন জমা সম্ভব? এই প্রশ্ন তুলছে বিরোধীরা। যদিও একদিনে বেশি পরিমানে মনোনয়ন জমা করে তাক লাগিয়ে দিচ্ছে বীরভূম জেলা BJP।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *