WB Panchayat Election : ‘মমতাকে প্রার্থীতালিকা পাঠাবো, যদি না মানেন…’, দলনেত্রীকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়ক – tmc mla abdul karim chowdhury challenges cm mamata banerjee on panchayat election


আগামী ৮ ই জুলাই গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। শাসক থেকে বিরোধী কোনও রাজনৈতিক দলেরই হাতে খুব বেশি সময় নেই। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। যদিও এখনও প্রার্থী পদ ঘোষিত না হওয়ায় মনোনয়নপত্র জমা করতে পারছেন না শাসকদল তৃণমূলের নেতা কর্মীরা৷ দল কাকে প্রার্থী করবে বা কে টিকিট পাবে তা নিয়ে দুঃশ্চিন্তা নিচু তলার তৃণমূলকর্মীদের মধ্যে।

আগে থেকে বেসুরো ছিলেন। এবার পঞ্চায়েত ভোটের মুখে দলের বিরুদ্ধে ফের বিদ্রোহী হয়ে উঠলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বিষয়ে দলকে নিশানা করেছেন এই প্রবীণ বিধায়ক।

West Bengal Panchayat Election : ১ দিন অতিক্রান্ত, মহিষাদলে মনোনয়ন জমা করল না তৃণমূল
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি ইসলামপুরে তৃণমূল কংগ্রেস দলীয় বিধায়ক। এই ব্লকে পঞ্চায়েত ভোটে কারা প্রার্থী হবেন তা আমিই নির্ধারণ করব। এখানে অন‍্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না।’ করিম বাবু আরও বলেন, ‘আমি আমার পছন্দের প্রার্থী তালিকা তৈরি করে আজ‌ই দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেব। উনি যদি আমার প্রার্থীদের অনুমোদন করেন তাহলে ভালো। নাহলে আমার সমর্থন নিয়ে ওঁরা নির্দল থেকে পঞ্চায়েত ভোট লড়বে।’

CPIM Congress Alliance : জেলায় জেলায় প্রার্থী ঘোষণা বামেদের, শুরুতেই ধাক্কা জোটে? কী বক্তব্য অধীর-সুজনের?
দলের শীর্ষ নেতৃত্বকেও এদিন বার্তা দেন আব্দুল করিম চৌধুরী। তিনি বলেন, ‘ইসলামপুর ব্লকের প্রতিটি পঞ্চায়েতে প্রার্থী দেব। তাঁদের জিতিয়ে আমি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত তৈরি করতে চাই।’ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের ব্লক সভাপতি জাকির হোসেনকে ‘আদমখোর’ বলে আক্রমণ করেন প্রবীণ বিধায়ক। তিনি বলেন, ‘অতীতে ইসলামপুরে অনেক অত্যাচার করেছেন জাকির হোসেন। এমনকি তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও পুলিশ কোনও ব্যবস্থাই নিচ্ছে না।’

স্বাভাবিকভাবেই বিধায়কের এই হুঁশিয়ারিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল বলে মনে করছে রাজনৈতিক মহল। এক্ষেত্রে দলের বিরুদ্ধে গোঁজ প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি দিলেন প্রবীণ বিধায়ক। তৃণমূল নেতৃত্ব এখন কীভাবে পরিস্থিতি সামাল দেয়, এটাই এখন দেখার।

West Bengal Panchayat Election : নন্দীগ্রামে ‘নির্দল’ কাঁটা, পৃথক মঞ্চ করে পঞ্চায়েতে লড়ার ‘হুংকার’ তৃণমূল বিক্ষুব্ধদের
যদিও তার এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ দলের ব্লক সভাপত্তি জাকির হোসেন। তিনি বলেন, ‘প্রার্থী কে হবে তা দল ঠিক করবে। তবে যে কেউ দলের নিজের পছন্দ মতো প্রার্থী তালিকা জমা দিতেই পারেন।’ অপরদিকে এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, ‘লিস্ট দেওয়ার অধিকার ওনার আছে, উনি লিস্ট দিতেই পারেন। দল ঠিক করবে কাকে প্রার্থী করবে, কাকে করবে না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *