West Bengal Panchayat Election : সাগরদিঘি ‘মডেল’-এ ধাক্কা! বর্ধমানে বাম-কংগ্রেস জোট প্রশ্নের মুখে – cpim congress alliance is infront of question in bardhaman


CPIM Congress Alliance : সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস হঠাৎ করে তৃণমূলে যোগদান করায় রীতিমতো ধাক্কা খেয়েছে সাগরদিঘি ‘মডেল’। তাই এবার আসন্ন পঞ্চায়েত ভোটে পূর্ব বর্ধমান জেলায় বাম-কং আসন সমঝোতা প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গিয়েছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে পূর্ব বর্ধমান জেলা পরিষদের ৬১টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামফ্রন্ট। বাকি ৫ টি আসনেও দ্রুত প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে নেতৃত্বরা জানিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেসকে ছাড়াই বামফ্রন্ট প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়ায় বাম-কং আসন সমঝোতাই এখন প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে।

WB Panchayat Election : কেষ্টর অনুপস্থিতিই কি পঞ্চায়েত ভোটে ফ্যাক্টর? মনোনয়ন জমার প্রথম দিনেই ছক্কা হাঁকাল বিজেপি
যদিও CPIM পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক সৈয়দ হোসেন জানিয়েছেন, “পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরে একাধিক ব্লকে আসন সমঝোতার ব্যাপারে আলোচনা হয়েছে। এরপরে যদি কংগ্রেসের তরফে কোনও প্রস্তাব আসে দল সিদ্ধান্ত নেবে”। যদিও আলোচনা ছাড়াই একতরফা ভাবে প্রার্থী তালিকা প্রকাশ করে দেওয়ায় আর আলোচনা নয়, এককভাবেই লড়বে কংগ্রেস, জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য। শুক্রবার CPIM জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন ডেকে প্রার্থী তালিকা প্রকাশ করে বামফ্রন্ট।

Saumitra Khan : ‘মনোনয়নের নামে প্রহসন…’, ইন্দাসে BDO অফিসের সামনে বিক্ষোভ সৌমিত্র খাঁয়ের
CPIM-এর দাবি মঙ্গলকোট, কেতুগ্রাম ১, কালনা ১,গলসি ১ ও জামালপুরে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে আলোচনার ভিত্তিতে আসন সমঝোতা হয়েছে। তবে জেলা পরিষদে কংগ্রেসের কোনও জেতার আসন থাকলে বামেরা মেনে নেবে।

West Bengal Panchayat Election: পঞ্চায়েত ভোট নিয়ে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক, পাঁচ জেলাকে স্পর্শকাতর বলে চিহ্নিত কমিশনের
পাশাপাশি তাঁদের অভিযোগ, বেশ কয়েকটি ব্লকে সময়ে গিয়ে মনোনয়ন না পাওয়ার অভিযোগ করা হয়েছে জেলা শাসকের কাছে। মনোনয়ন জন্য সময় বাড়ানোর দাবি জানান তাঁরা। অন্যদিকে, প্রথমদিনেই মনোনয়ন পেশ করতে গিয়ে তৃণমূল দুষ্কৃতীরা মনোনয়ন জমাতে বাধা দেয় ও মারধর করে বলে অভিযোগ করেছে BJP।

Adhir Ranjan Chowdhury : নির্বাচন ঘোষণা হতেই আদালতে অধীর! পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি
BJP-র জেলা সাধারন সম্পাদক মানিক রায়ের অভিযোগ, “শুক্রবার সকালে রায়না ১ ব্লকে সর্বদলীয় বৈঠকে যোগ দিয়ে মনোনয়ন তুলতে গিয়ে দুপুর পর্যন্ত পাওয়া যায়নি। মনোনয়নের জন্য যখন আমরা কাগজপত্র রেডি করছি সেই সময় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আমাদের উপর হামলা চালায়। আমাদের চড়, কিল ঘুষি ও লাথি মারে এমনকি কাগজপত্রও কেড়ে নেয়”।

North 24 Parganas CPIM News : ‘একদিকে লুটেরা, আরেকদিকে দাঙ্গাবাজ…’, বারাসতে মন্তব্য সেলিমের
যদিও তৃণমুলের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, “এই অভিযোগের কোনও সত্যতা নেই। তৃণমূল কংগ্রেস কাউকে বাধা দেয়নি”। BJP-র অভিযোগের পরিপেক্ষিতে জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানান, “এই রকম কোনও অভিযোগ লিখিত আকারে পাইনি”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *