পঞ্চায়েত ভোট ঘোষণা হতে না হতেই জেলায় জেলায় অশান্তির খবর। শুক্রবার কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে খুনের অভিযোগে উত্তাল রাজ্য। খুনের দুদিন পরও থমথমে গোটা গ্রাম। শনিবার মৃতের পরিবারের আহতদের দেখতে কান্দি মহকুমা হাসপাতালে গিয়ে পুলিশকেই কাঠগড়ায় দাঁড় করান অধীর। রবিবার ফের মৃতের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি ন্যায় বিচারের আশ্বাস দেন। একইসঙ্গে পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন।
পঞ্চায়েত ভোটের র্নিঘন্ট বাজার ২৪ ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদে ভোটের বলি হয়েছেন এক কংগ্রেস কর্মী। শুক্রবার রাতে খড়গ্রাম থানার রতনপুরে বাড়িতে ঢুকে কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছটি গুলি করে দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে ঘটনায় দুষ্কৃতীদের হাঁসুয়ার কোপে জখম হন ওই পরিবারের আরও তিনজন। অভিযোগের তীর শাসক দলের দিকেই উঠেছে। আর তারপর থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের ভোটের রাজনীতি। কংগ্রেস কর্মী খুনে সোচ্চার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রতনপুরে পরিবারের সঙ্গে দেখা করার পর কংগ্রেসর কর্মীর খুনের প্রতিবাদে মিছিল করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এরপর নগরে একটি বিক্ষোভ সভাও করবেন তিনি।