Miyazaki Mango Price: বাড়ির পাশেই ফলছে মিয়াজাকি! চিনবেন কীভাবে জেনে নিন – miyazaki mango price and origin here is the information to identify the valuable japanese mango


আমের মরশুমে এবারের সুপারস্টার মিয়াজাকি। বাংলায় এই লাখ টাকার জাপানি অতিথি এবার শোরগোল পড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও জাপানি এই আমের ফলনে চাঞ্চল্য । কোনও বাড়তি যত্ন ছাড়াই বাংলার আবহাওয়াতেই বেড়ে উঠেছে এই জাপানি আম মিয়াজাকি। চলতি বাজার দর বলছে যার কেজি প্রতি দর দুই থেকে আড়াই লাখ।

Mango Price: জলের দরে হিমসাগর, ৬-৮ টাকা কিলোয় বিক্রি হচ্ছে সুস্বাদু আম!

বাংলার জেলার বাগানে বাগানে এই আমের অস্তিত্বের খবর মিলতেই জোর শোরগোল। আম নিয়ে সচেতনতায় নিজের বাগানের আম গাছ ভালো করে পরীক্ষা করে দেখছেন অনেকেই। অনেকে আবার নিজের বাড়ি গাছের আমের ছবি ইন্টারনেটে পাওয়া মিয়াজাকির ছবির সঙ্গে মিলিয়ে দেখেও হার মানেননি, ছুটেছেন ফল বিশেষজ্ঞদের পরামর্শ নিতে। নার্সারি নার্সারিতে তুঙ্গে মিয়াজাকি আমের চারার চাহিদা। চারা গাছ আনানোর জন্য জমা হচ্ছে অর্ডার।

Miyazaki Mango: গাছে ১৫ কোটির আম! চিন্তায় ঘুম উড়েছে বীরভূমের বাসিন্দার, সুরক্ষা চাইতে থানার দ্বারস্থ

এই শোরগোল অস্বাভাবিক নয়, আসলে এভাবেই আচমকা বীরভূমের দুবরাজপুরের মসজিদের বাগানে খোঁজ মেলে মিয়াজাকি আমের। সেই শুরু রাজ্যে মিয়াজাকি আম নিয়ে আগ্রহ। লাখ টাকা কেজির আমের গাছ দেখতে ভিড় জমাতে থাকে মানুষ। এভাবেই জাপানি আমের খবর, ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বীরভূমেরই আরও এক ব্যক্তির বাগানে খোঁজ মেলে এই মিয়াজাকির। বাড়তি যত্ন ছাড়াই বেড়ে ওঠা আম গাছ যে আড়াই লাখ টাকা কেজি জাপানি আমের, তা জানা যেতেই শোরগোল পড়ে এলাকায়। বাড়ি কাছে এমন দামি আমের খবরে ঘুমে উড়ে যায় বাড়ি মালিক মান্নান খানের। রাজনগরের ওই বাসিন্দা শেষ পর্যন্ত আমে পাহারা বসানোয় পুলিশের দ্বারস্থ।

Miyazaki Mango Plant: সাধারণের বাড়িতেই নয়, সরকারি প্রকল্পেও ফলানো হচ্ছে লাখ টাকার মিয়াজাকি আম

ফল বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা জানাচ্ছেন, কেজি প্রতি আড়াই লাখ টাকার এই মিয়াজাকি আমের গাছে ফলন ভালো হলে তার মালিকের লাভ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। শ্যামবাজারের এক নার্সারির মাালিক ও গাছ প্রেমী বিশেষজ্ঞ সুমিত ঘরাই জানাচ্ছেন, ”মিয়াজাকির জন্য পশ্চিমবঙ্গের আবহাওয়া উপযুক্ত। অনেকে শখে বিদেশি গাছের চারা না জেনেই পোঁতেন। তাতে বাড়তি যত্ন ছাড়াই বাড়ি বাগানে মিয়াজাকির ফলন অস্বাভাবিক নয়। হয়তো অনেক আগে থেকেই গাছগুলিতে ফলন হচ্ছিল। সচেতনতার অভাবে তার পরিচয় কেউ যাচাই করে দেখেনি।”

Aam India : মারাত্মক পুষ্টি, আকাশছোঁয়া মূল্য! গাছে গাছে বিদেশি আম ফলিয়ে চর্চায় দয়াল

মিয়াজাকি আমের বৈশিষ্ট্যই হচ্ছে গাঢ় লাল রঙের খোসা, মসৃণ ত্বক। এমন রূপের জন্য তাঁর বাঙালি নাম সূর্যের ডিম। এই আমের আঁটি হয় অনেক ছোট। শাঁসের পরিমাণ বেশি। জাপান ছাড়াও থাইল্যান্ড, ফিলিপিনসের মতো দেশের কিছু জায়গায় মিয়াজাকির সফল চাষ সম্ভব হয়েছে। এমনকী বাংলাদেশেও এই আমের দেখা মেলে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *