Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা নিয়ে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব! দিনহাটায় তৃণমূল কর্মীকে গুলি – tmc conflict for panchayat election submission nomination in cooch behar dinhata


Cooch Behar News : প্রকাশিত হয়ে গিয়েছে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট। আর যেমনটা আশঙ্কা করেছিলেন রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ, ঠিক তেমনটাই দেখা দিচ্ছে এরপর থেকে। দিকে দিকে দেখা দিচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এর জেরে গুলিবিদ্ধ হতে হল এক তৃণমূল কর্মীকে।

শনিবার সন্ধ্যায় দিনহাটা-১ ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের হাজিরবাজার এলাকায় গুলিতে জখম হয়েছেন এক তৃণমূল কর্মী। তার নাম লিপ্টন হক। যদিও প্রাথমিক তদন্তে চিকিৎসা এর অনুমান গুলি কপাল ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে কোচবিহারে রেফার করেন।

Panchayat Election : পঞ্চায়েত ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্য়েই কংগ্রেস কর্মী খুন! হুঁশিয়ারি অধীরের
যদিও এলাকার তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, “ব্যবসায়িক গণ্ডগোলের জেরে ওই ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” যদিও স্থানীয় সূত্রে ও আহতের পরিবার সূত্রে জানা গিয়েছে অন্য কথা। নির্বাচনের দিনক্ষন ঘোষণা হলেও তৃণমূলের প্রার্থী তালিকা এখানে ঘোষণা হয়নি।

Siliguri Murder Case : টোটোর জন্য যুবক খুন! শিলিগুড়িতে চাঞ্চল্য, গ্রেফতার অভিযুক্ত
জানা গিয়েছে ওই বুথ দুটি ভাগ হয়েছে। এর ফলে কে ওই বুথে প্রার্থী হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। এরই মধ্যে শনিবার রটনা রটে যায়, ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২৫৩ নম্বর বুথে বাবলা হক মনোনয়ন পেয়েছেন। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এরপরই বাড়ি থেকে ওকরাবাড়ি আসার পথে বাবলা হকের খুড়তুতো ভাই লিপ্টন হককে লক্ষ্য করে গুলি চালানো হয়।
TMC-CPIM Clash : এবার তৃণমূল-সিপিআইএম সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ, আহত ৬
এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে পরিস্থিতির অবনতি হয়। এরপর তাঁকে কোচবিহারে রেফার করা হয়। জখম তৃনমুল কর্মী লিপ্টন হকের ভাই বাবলা হক বলেন, “তৃণমূলের প্রার্থী কে হবে এই নিয়ে বিরোধ চলছিল। আমরা ওকড়াবাড়ি বাজারে যাচ্ছিলাম। তখনই গুলি চালানো হয়। কে বা কারা এই গুলি চালিয়েছে আমি বলতে পারব না। তবে মনে হচ্ছে ভোটে দাঁড়ানোর খবর ছড়ানোর পরেই এই হামলা করা হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দিক।”

Trinamool Congress : বুথ কমিটি গঠন ঘিরে মতবিরোধের জের! রায়গঞ্জে অঞ্চল সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ
ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। উল্লেখ্য, শুধু কোচবিহার নয়। রাজ্যের অনেক জায়গাতেই প্রার্থী দিতে পারেনি তৃণমূল। বহু জায়গায় মনোনয়ন জমা করা হয়নি। এর একটাই কারণ, তীব্র গোষ্ঠী কোন্দল। আর যা ঘুরিয়ে ফিরিয়ে মেনে নিচ্ছেন দলের নেতারাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *