Panchayat Election 2023 : পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিট না পেয়ে ক্ষুব্ধ যুব সংগঠন – again trinamool congress conflict before panchayat election in malda


West Bengal News : যতই পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে ততই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিয়ে উঠছে মালদা জেলায়। এহেন গোষ্ঠীদ্বন্দ্বে পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তিতে তৃণমূলের উচ্চ নেতৃত্ব। এবার গাজোলের ঘটনা আবার অস্বস্তিতে ফেলেছে দলের জেলা নেতৃত্বকে। গাজোলে ফের প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

পঞ্চায়েত নির্বাচনের টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়েছে যুব তৃণমূল কংগ্রেস। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডুর বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছে গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ভাঙচুর করা হয়েছে তৃণমূলের দলীয় কার্যালয়ও।

Panchayat Election 2023 : অর্থের বিনিময়ে পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী! কালচিনিতে বিক্ষোভ দলীয় কর্মীদের
গাজোল ব্লকের এক যুব তৃণমূল কংগ্রেস কর্মী অভিযোগ, “গাজোল ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু আমাদের গাজলের পনেরোটা গ্রাম পঞ্চায়েত আসনে তৃণমূলের যুব কংগ্রেসের কর্মীদের কোনও কর্মীকে টিকিট দিচ্ছেন না। আমাদেরকে হয়রানি করছেন। আমাদের গাজোল ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের যদি টিকিট না দেওয়া হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। গাজোল ব্লকের তৃণমূল সভাপতি টাকা নিয়ে টিকিট দিচ্ছে।”

যদিও এই বিষয়ে গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু জানান, “এখনও পর্যন্ত দলের তরফ থেকে কোনও প্রার্থী ঘোষণা হয়নি। যারা আজকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করছে, তাঁদের বলে রাখি এটা তৃণমূলের কালচার নয়। এই ঘটনাটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমাদের প্রার্থী ঘোষণাটি নানা রকম সার্ভে করেই ঘোষণা করা হবে। আমরা এই বিষয়ে জেলার ঊর্ধ্বতম নেতৃত্বদের জানাব।”

WB Panchayat Election : ‘মমতাকে প্রার্থীতালিকা পাঠাবো, যদি না মানেন…’, দলনেত্রীকে চ্যালেঞ্জ তৃণমূল বিধায়ক
যদিও এই বিষয়ে পালটা কটাক্ষ করেছে BJP। রাজ্য BJP-র যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় জানান, “আসলে তৃণমূল দলটা তোলামুল দলে পরিণত হয়েছে। এই দলটা খালি ধান্দাবাজ তোলাবাজে ভর্তি। এই দলটার আগামী সময়ে আর কিছু থাকবে না।”

এর আগে মালদা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও চেয়ারম্যানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন তাদেরই দলের নেতারা। তাদের অভিযোগ ছিল, তৃণমূলের যে জেলা কমিটি গঠন করা হয়েছে, সেখানে যাদেরকে নেওয়া হয়েছে সেটা টাকার বিনিময়ে। যারা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী তাদেরকে জেলা কমিটিতে স্থান দেওয়া হয়নি।

TMC Inner Party Clash : পঞ্চায়েত মনোনয়নের প্রথম দিনেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল ভরতপুর, জখম ১১
পাশাপাশি দলে সংখ্যালঘুদেরকেও জায়গা দেওয়া হচ্ছে না, সংখ্যালঘুদের ফুটবলের মত ব্যবহার করা হচ্ছে, এমনও অভিযোগ করা হয়েছিল। আর এবার পঞ্চায়েত ভোটের ঠিক আগে টাকার বিনিময়ে প্রার্থী করার অভিযোগ উঠল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *