Trending News : মানিব্যাগে আধার-ভোটার কার্ড, তাই ফেলে গেল চোর – a thief while running away with money and gold his wallet left behind by mistake in siliguri


সঞ্জয় চক্রবর্তী শিলিগুড়ি

দুঁদে গোয়েন্দারা বলেন, পৃথিবীর ধূর্ততম অপরাধীও কোনও না কোনও প্রমাণ ফেলে যায় অকুস্থলে। আর এই ভুলোমনা চোর কি না ফেলে গেল আস্ত মানিব্যাগই। সেখান থেকে মিলেছে আধার-ভোটার কার্ডের ফটোকপি, খুচরো টাকা, পুজোর শুকনো ফুলও। ওই মানিব্যাগ চোরেরই, এমনটাই প্রাথমিক সন্দেহ পুলিশের। তার সূত্র ধরে খোঁজ চলছে চোরের।

গল্প, উপন্যাস, সিনেমায় হরেক রকম চোরের চরিত্র মেলে। বাস্তবেও তার ব্যতিক্রম নয়। মাস খানেক আগে এক ঘুমকাতুরে চোরের দেখা মিলেছিল শিলিগুড়ির ফুলবাড়িতে। একটি কারখানার রাত পাহারাদারের ঘরে ঢুকে সমস্ত খাবার খেয়ে ফেলার পরে ঘুমিয়ে পড়েছিল সেই চোর। পাহারাদার সেদিন ডিউটি ফেলে কোনও একটা কাজে গিয়েছিলেন!

Dilip Ghosh : ‘বাথরুম-বেডরুম সব জায়গাতেই যাবে CBI’, মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ দিলীপের
পরদিন সকালে নিজের ঘরে ঢুকে তিনি দেখেন, খোলা টিফিন কেরিয়ারের পাশে দিব্বি নাক ডেকে ঘুমোচ্ছে সেই চোর। শুক্রবার শিলিগুড়ির অদূরে পূর্ব হাতিয়াডাঙায় গেরস্তের যে চোর ঘরে হানা দিয়েছিল, সে টাকা পয়সা, সোনাদানা নিয়ে পালানোর সময়ে ভুল করে মানিব্যাগটি ফেলে যায়। ভোটার ও আধার কার্ড মিলিয়ে সন্দেহভাজনের সন্ধান শুরু হলেও যদিও শনিবার রাত পর্যন্ত তার খোঁজ মেলেনি।

যাঁর বাড়িতে হানা দিয়েছিল চোর, সেই সুনীল পাসোয়ান পেশায় বেসরকারি সংস্থার কর্মী। সকালে বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ি ফেরেন রাত আটটা নাগাদ। স্ত্রী রীতা দেবী ভাইয়ের বিয়ে উপলক্ষে বিহারে গ্রামের বাড়িতে যাওয়ায় হাতিয়াডাঙার বাড়িতে শুক্রবার আর কেউ ছিলেন না।

Balasore Train Accident: অভাবের সংসারে লক্ষ্মীর খোঁজে সন্তান ফেলে ভিনরাজ্যে, দেড় মাস পর বাড়ি ফেরার পথেই সর্বনাশ!
রাতে সুনীল বাড়িতে ফিরে ঘরের তালা খুলে দেখতে পান, ঘরের তিনটে আলমারিই হাট করে খোলা। আলমারিতে রাখা জামাকাপড় বিছানার উপরে ছড়ানো অবস্থায় রয়েছে। তিনটে আলমারির লকারই ভাঙা। ওই তিনটে আলমারিতেই সুনীলের নিজের নগদ প্রায় দেড় লক্ষ টাকা, স্ত্রীর আড়াই ভরি গয়না, ভাইয়ের বউয়ের পঁয়ত্রিশ হাজার টাকা রাখা ছিল।

ঘরে যে চোর ঢুকেছিল সেটা বুঝলেও, কোথা দিয়ে সে ঢুকল, সেটা মাথায় ঢুকছিল না। পরে দেখা যায়, ঘুলঘুলি ভেঙে, ইট সরিয়ে আস্ত একটা মানুষের ঘরে ঢোকার মতো জায়গা তৈরি করা হয়েছে। খোঁজ করতে গিয়েই চোরের ফেলে যাওয়া মানিব্যাগের হদিশ মেলে বিছানায় ছড়িয়ে রাখা জামাকাপড়ের স্তূপের আড়ালে।

Coromandel Express Accident : বোনের বিয়েতে আসা হল না! ওডিশার মর্গে মিলল মালদার যুবকের মুণ্ডুকাটা দেহ
রাতেই স্থানীয় আশিঘর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। শনিবার সুনীল বলেন, “বাড়িতে স্ত্রী নেই। সকালে কাজে গিয়েছিলাম। রাতে বাড়িতে ফিরে দেখি, এই কাণ্ড! সমস্ত নগদ টাকা আর অলঙ্কার নিয়ে পালিয়েছে। তবে এই মানিব্যাগ যার, সেই যে চোর তাতে কোনও সন্দেহ নেই।”

তবে তদন্তে নেমে পুলিশ এত সরল সমীকরণ মেনে নিতে রাজি নয়। আশিঘর থানার ওসি বিশ্বজিৎ ঘোষ বলেন, “হতেই পারে যে মানিব্যাগটা চোরের। নাও হতে পারে। তদন্ত চলছে। এখন কিচ্ছুটি বলা যাবে না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *