পঞ্চায়েত ভোটে প্রার্থী বগটুইয়ে নিহতদের পরিবারের সদস্যরা! Members of victim families in bogtui-arson to contest in Panchayat Election 2023


প্রসেনজিৎ মালাকার: পঞ্চায়েত ভোটে প্রার্থী বগটুইয়ে নিহতদের পরিবারের সদস্যরা! বিজেপির হয়ে মনোনয়নপত্র জমা দিলেন ২ মহিলা-সহ ৩ জন। সঙ্গে ছিলেন মিহিলাল শেখ।

দেখতে দেখতে বছর ঘুরে গেল। ২০২২ সালের ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে খুন হন প্রাক্তন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। এরপর রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় গ্রামের বেশ কয়েকটি বাড়িতে। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান ৭ জন। সেই ঘটনায় কেন্দ্রকে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে।

আরও পড়ুন: Panchayat Election 2023: মনোনয়ন জমা ঘিরে ধুন্ধুমার কাণ্ড বড়শুলে, ইটবৃষ্টিতে মাথা ফাটল ওসির

এদিকে বগটুইকাণ্ডে যাঁরা নিহত হয়েছিলেন, সেই পরিবারের সদস্য মিহিলাল শেখ সম্প্রতি যোগ দেন বিজেপিতে। তাঁর পরিবারের ৩ সদস্যই এবার পঞ্চায়েত ভোটে প্রার্থী হলেন। কোন দলের? এদিন রামপুরহাট ১ নম্বর ব্লক অফিসে দিয়ে গেরুয়াশিবিরের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। গোটা বিষয়টি তদারকি করেন মিহিলাল নিজে। 

এর আগে, গত বছরের ডিসেম্বরে রামপুরহাট সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে পাওয়া গিয়েছিল বগটুই হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের ঝুলন্ত দেহ। কীভাবে মৃত্যু?  তদন্তে সিবিআইয়ের একাধিক আধিকারিকের নামে উঠে আসে। বস্তুত, বগটুইকাণ্ডে তদন্তকারী অফিসারকে নোটিশ  পাঠিয়ে সিআইডি জানতে চায়, লালন শেখের মৃত্যু কী ভাবে হল? সিবিআই হেফাজতে তাঁর শারীরিক ও মানসিক অবস্থা কেমন ছিল? এরপর লালন শেখের মৃত্যুর তদন্ত করতে চেয়ে হাইকোর্টে আবেদন করে সিবিআই। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। হাইকোর্টের নির্দেশ, আদালতের নজরদারি তদন্ত করবে রাজ্য পুলিসের SIT-ই। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *