Abhishek Banerjee : মঙ্গলের বিকেলেই ভাঙড়ে অভিষেকের নব জোয়ার, কর্মীদের তৎপরতা তুঙ্গে – abhishek banerjee nabo joyar campaign will held in bhangar


Dakshin 24 Pargana : তৃণমূল কংগ্রেসের সেকেণ্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শেষ পর্যায়ের নব জোয়ার কর্মসূচি শুরু হতে চলেছে দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গলবার বিকেলে ভাঙড়ের মাটি থেকেই সেই কর্মসূচির সূচনা হবে। ভাঙড়ের বাসন্তী হাইওয়ের চণ্ডিপুর থেকে যাত্রা শুরু হতে চলেছে। প্রশাসন সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাসন্তী হাইওয়ের চণ্ডিপুর থেকে যাত্রা শুরু করে প্রথমে ঘটকপুকুর চৌমাথায় আসবেন। তারপর সেখান থেকে ঘটকপুকুর সোনারপুর রোড ধরে সোনারপুরে পৌঁছাবেন।

Trinamool Congress Nabo Jowar : আরামবাগেও ভোট গ্রহণ কর্মসূচিতে গণ্ডগোলের অভিযোগ, বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি তৃণমূলের
রাস্তায় যাতে যাত্রার কোনও সমস্যা না হয় সেই কারণে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে রাস্তার উপর ঝুলে থাকা ইলেকট্রিক তার, কেবল তার ও গাছের ডাল কাটা হচ্ছে। সম্পূর্ন রূপে সহযোগিতা করছেন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতারা। পাশাপাশি তাঁদের নেতাকে সাদরে গ্রহণ করার জন্য রাস্তার দু’পাশে বড় বড় হোর্ডিং, ব্যানার, ফেস্টুনে মুড়ে ফেলা হচ্ছে এলাকা।

Abhishek Banerjee : যুবরাজের মৃগয়া! অভিষেকের নব জোয়ারের আগেই বিরোধীদের কটাক্ষে আরামবাগে ‘তাঁবু বিভ্রাট’ তুঙ্গে
দলীয় পতাকা লাগানো হচ্ছে। যা নিয়ে চরম ব্যস্ততা ভাঙড় জুড়ে। ভাঙড়ের বোদরা অঞ্চলের অঞ্চল সভাপতি সাদেকুল দপ্তরি প্রায় চার কিলোমিটার জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যারের বড় বড় কার্ট আউট লাগিয়েছেন। যেখনে লেখা আই লাভ এবি। পাশাপাশি কয়েক লাখ টাকার দলীয় পতাকা ব্যানার হোর্ডিং ফেস্টুন লাগিয়েছেন।

Abhishek Banerjee: ‘কারও বাবার চাকর নই, ডাকলেই যেতে হবে নাকি!’ পালটা চ্যালেঞ্জ অভিষেকের
তাঁর কথায় ক্যানিং পুর্বের বিধায়ক শওকত মোল্লার নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য যা যা বলা হবে সবই করা হবে। এই বিষয়ে বোদরা অঞ্চলের তৃণমূল নেতা সাদেকুল দপ্তরি জানান, “গোটা রাজ্য অতিক্রম করে আমাদের জেলায় আসছেন আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee Kunal Ghosh : ‘ভোটের চাপ নিতে পারছে না, তাই ED-CBI-কে নামাচ্ছে’, অভিষেককে তলব প্রসঙ্গে কুণাল
তাঁকে আদর আপ্যায়ন করার ক্ষেত্রে কোনও ত্রুটি আমরা রাখতে চাইনা। গোটা রাজ্যের মধ্যে আমাদের এলাকাতেই সব থেকে বেশি মানুষ অংশ নেবেন নব জোয়ার যাত্রায়”। সাজান আলি খাঁ নামের এক তৃণমূল কর্মী বলেন, “আমাদের সব কাজ মোটামুটি শেষের মুখে। ভাঙড়েই সব থেকে বেশি জন জোয়ার দেখতে পাওয়া যাবে”।

West Bengal Panchayat Election : নন্দীগ্রামে ‘নির্দল’ কাঁটা, পৃথক মঞ্চ করে পঞ্চায়েতে লড়ার ‘হুংকার’ তৃণমূল বিক্ষুব্ধদের
গত ২৫শে এপ্রিল থেকেই ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইদের পর থেকেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েন অভিষেক। কোচবিহার থেকেই শুরু হয় জন সংযোগ কর্মসূচি।

তারপর সভা হয় মালদা, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদেও। রাজ্য জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে তাঁর এই নব জোয়ার যাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অংশ নিয়েছিলেন এই কর্মসূচিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *