বাংলা ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় সিরিয়াল এই পথ যদি না শেষ হয়। সেই সিরিয়ালের নায়িকা অন্বেষা হাজরা (Annwesha Hazra) রাতারাতি স্টার হয়ে উঠেছিল এই সিরিয়াল করে। ঊর্মির চরিত্রে দর্শকের মন জিতে নিয়েছিলেন অন্বেষা। নতুন রূপে ফের ছোট পর্দায় ফিরলেন অন্বেষা। নতুন রূপে ফের পর্দায় ফেরা কতটা চ্যালেঞ্জের ছিল? পরিস্থিতির চাপে অন্বেষা কখনও ভালোবাসা স্যাক্রিফাইস করবেন? সেই সব নিয়ে অকপট অভিনেত্রী অন্বেষা। দেখুন এই ভিডিয়ো।